ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমজুড়ে যেন বোমার পাহাড়! ফের বোমা উদ্ধার জেলা সদর সিউড়িতে এবং আবার সেই বাঁশঝোরে! গতকাল রাতে বাঁশঝোর গ্রামে হানা দিয়ে ১৪টি বোমা উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঝোপের আ়ড়ালে লুকনো ছিল বোমা। গত ১৩ মে এই বাঁশঝোর গ্রামেই ক্যানালের পাড় থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। সিউড়ি, নানুর, সাঁইথিয়া, রামপুরহাট, মল্লারপুর। গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে বীরভূমে। শুধু সাতদিনেই প্রায় পাঁচশো বোমা উদ্ধার হয়েছে লালমাটির জেলায়। পঞ্চায়েত ভোটের আগে বাউলের জেলায় বারুদের দাপট চলছেই। 


গত ২৮ মে তে বীরভূমের চার জায়গা থেকে উদ্ধার প্রায় আড়াইশো বোমা! এক সপ্তাহে উদ্ধার প্রায় শ-পাঁচের বোমা বা তারও বেশি! বীরভূম জুড়ে যেন বোমার পাহাড়! বীরভূমের বিজ্ঞানী এখন তিহাড়ে। তাই ল্য়াবরেটরি থেকে সব বোমা বেরিয়ে যাচ্ছে। কটাক্ষ সুকান্ত মজুমদারের। গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি থেকে বোমা তৈরির মশলা ও কার্তুজ বেরচ্ছে, পুরোটাই করাচ্ছে বিজেপি, পাল্টা দাবি ফিরহাদ হাকিমের।  


পঞ্চায়েত ভোটের আগে কার্যত বোমার স্তূপে বীরভূম! লালমাটির জেলায় ফের বারুদের আস্ফালন! রবিবার একদিনেই বীরভূমের চার জায়গা থেকে উদ্ধার হল প্রায় আড়াইশো বোমা! এ নিয়ে গত এক সপ্তাহে উদ্ধার প্রায় শ পাঁচেক বোমা!


রবিবার, মাড়গ্রামের লতিপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় একশোটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ৪টি প্লাস্টিকের ড্রাম ও ৩টি ব্যাগে রাখা ছিল বোমাগুলো। 


এদিন সকালেই মল্লারপুর থেকে উদ্ধার হয় প্রায় ৬০-৭০টি বোমা! মল্লারপুরের ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রাম থেকে ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। এদিকে সাঁইথিয়ার বড়তুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতে যবনী গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৫-২০টি বোমা উদ্ধার করে পুলিশ। 


বাড়ির মালিক হারুন শেখ গত তিনবছর ধরে সপরিবারে মহারাষ্ট্রে থাকেন।
ফাঁকা বাড়িতে কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে। অন্য়দিকে, পাইকর থেকে উদ্ধার হয়েছে আরও ২৫ টা বোমা। 


 চলতি মাসে, বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো বোমা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই উদ্ধার হয় প্রায় ২৫ থেকে ৩০টি তাজা বোমা! ওই দিনই নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক, ৩২০০ টি ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। 


অন্যদিকে, নলহাটিরই লস্করপুরের কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ তাজা বোমা। তারাপীঠের নুরুদ্দিপুরে ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। তার আগে বৃহস্পতিবার, রামপুরহাটে নারায়ণপুর গ্রামে মাঠে ঝোপের মধ্যে লুকোনো ছিল ২ ড্রাম ভর্তি বোমা। লোকপুরের বারাবনের জঙ্গল থেকে তল্লাশি চালিয়ে ২২টি বোমা উদ্ধার করে পুলিশ।


বুধবার, কাঁকড়তলা থানার সাহাপুর গ্রাম থেকে উদ্ধার হয় ১২টি বোমা। মঙ্গলবার বোলপুরের যজ্ঞিনগর গ্রামে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। গত সোমবার, দুবরাজপুরের ভেড়াপাড়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। 


বীরভূমে বোমার পাহাড়! নির্বিঘ্নে হবে পঞ্চায়েত ভোট? শনিবারই মুখ্য়মন্ত্রী দাবি করেন, প্রতিবেশি রাজ্য় থেকে বোমা আসছে রাজ্য়ে! ভিন রাজ্য় থেকে বোমা আমদানি? পঞ্চায়েত ভোটের আগে রাশি রাশি বোমা উদ্ধার। নির্বিঘ্নে মিটবে তো ভোট? এখন জোড়াল হচ্ছে সেই প্রশ্নটাই।