এরশাদ আলম, বীরভূম: পারিবারিক ঝামেলা হয়েছিল। স্বামী-স্ত্রী-র মধ্যে ঝামেলা (Marital discord), আর তারপরেই রাগে, অভিমানে কুয়োয় ঝাঁপ দিলেন স্বামী। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এদিন বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার থানার কাঁইজুলি বোডিং পাড়ায় এই ঘটনাটি ঘটে। কুয়োয় ঝাঁপ দেওয়া সেই ব্যক্তির নাম নাসু শেখ। যিনি আব্দুল সালাম নামেও পরিচিত। পরবর্তীতে এই ব্যক্তিকে বাঁচানো গেলেও স্থানীয়রা সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে। 


ঠিক কী হয়েছিল?


দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্য়ে না কি ঝামেলা চলছিল। এবিপি আনন্দের সাংবাদিকের সূত্র মারফৎ খবর নিয়ে জানা গিয়েছে যে মাঝে মাঝেই রাগ করে ঝামেলা করে নাসু শেখ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে। এদিনও সকাল থেকে খুব ঝামেলা চলছিল স্বামী-স্ত্রী-র মধ্যে। এরপরই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সেই ব্যক্তি। আর বাড়ির পাশের একটি কুয়োয় গিয়ে ঝাঁপ দেন। অনেকক্ষণ বাড়ি না আসায়, পরিবারের লোকজন সেই ব্যক্তির খোঁজ শুরু করে। এরপরই খবর দেওয়া হয় মহম্মদবাজার থানায়। পুলিশ এসে কুয়ো থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে। দড়ি দিয়ে ওই ব্যক্তিকে জল থেকে তুলে আনা হয়। সেই সময় পুরো বেঁহুশ হয়ে গিয়েছিলেন তিনি। তবে শরীরে প্রাণ থাকায় দ্রুত মহম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেই ব্যক্তি। প্রশাসন ও চিকিৎসকদের তৎপরতায় সেই ব্যক্তির প্রাণ বাঁচানো গিয়েছে। 


ঘটনার তদন্ত


তবে কেন এমনটা করতে গেলেন নাসু শেখ? খবর নিয়ে জানা গিয়েছে যে সে নিজে একজন গাড়ির মিস্ত্রি। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লাগত স্ত্রী-র সঙ্গে। অনুমান করা হচ্ছে যে হয়ত আর্থিক সমস্যাও একটা বড় কারণ হতে পারে, যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে গেলেন নাসু। তদন্ত করছে পুলিশ।


আরও পড়ুন: দফায় দফায় উত্তেজনা, হিংসা, 'অগ্নিপথ' প্রকল্পে 'এককালীন' বদল, বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা