ভাস্কর মুখোপাধ্য়ায়, রামপুরহাট : অনুব্রত মণ্ডলের জেলায় ফের দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিলি করা হয়েছে লিফলেট। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। উল্টে বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি। 


তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি একজন পেশাদারি ঠিকাদার। গ্রাম পঞ্চায়েতের কোটি কোটি টাকার কাজ নিজের ও নিজের ছেলেদের নামে আত্মসাৎ করে চলেছেন। বীরভূমে তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরে, এলাকায় বিলি করা হল এই লিফলেট।


রামপুরহাট ২ ব্লকের বুধিগ্রামের ঘটনা। সম্প্রতি এলাকায় এই লিফলেট বিলি করা হয়। যেখানে, বুধিগ্রামের তৃণমূল অঞ্চলের সভাপতি, মণিরুজ্জামান ওরফে বুলু শেখের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের টাকা তছরুপ, প্রভাব খাটিয়ে ছেলেদের সরকারি কাজের ঠিকাদারি পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, লিফলেটে অভিযোগ করা হয়েছে, এনিয়ে বলতে গেলে দুষ্কৃতীদের দিয়ে স্থানীয়দের মারধর করাতেন তৃণমূলের অঞ্চল সভাপতি। লিফলেটের নীচে লেখা, 'মা মাটি মানুষ জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।' এদিকে, লিফলেটে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি।


বীরভূমের বুধিগ্রামের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মণিরুজ্জামান শেখ বলেন , "২০০০ সাল থেকে ঠিকাদারি করে আসছ। এটা একটা চক্রান্ত। লোকসভা থেকে করে আসছে। সোশ্যাল মিডিয়ায় এসব করে আসছে...পার্টিকে কালিমালিপ্ত করতে। কিন্তু, সেটা পেরে ওঠেনি। লোকসভায় আমাদের যথেষ্ট সংখ্যায় লিড। বুধিগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। কিছু লোকের গাত্রদাহ তৈরি হয়ে এসব জিনিস করছে।" 

ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। রামপুরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুকুমার মুখোপাধ্য়ায় বলেছেন, দলের কোনও কর্মী অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে, অবশ্যই তাঁকে জানাতেন। এ ক্ষেত্রে কোনও কর্মী অভিযোগ করেননি। দলের বদনাম করার জন্য এ সব বিরোধীদের চক্রান্ত। অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা তৃণমূলকেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, "তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল বীরভূমে শুরু হয়েছে তার বহিঃপ্রকাশ এটা। একটা শ্রেণির লোক করেকম্মে খাচ্ছে, কাটমানি খাচ্ছে, কন্ট্রাক্টারি করছেন। একটা শ্রেণির লোক কিছুই পাচ্ছেন না। তারজন্যই এসব করছেন। আগামী দিনে হাতাহাতি হবে। মারামারি, বোমাবাজি হবে। তৃণমূল কংগ্রেস এভাবেই ধ্বংস হবে। 

সম্প্রতি, রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির লিখিত অভিযোগ করেছিলেন ওই এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গড়ে তৃণমূল নেতৃত্ব। এবার একই অভিযোগ উঠল, রামপুরহাটের বুধিগ্রামের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।