সিউড়ি : ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এবার অন্য ভুবনে। অভিনয় করবেন যাত্রাপালায় (Yatrapala)। রথযাত্রায় শুরু বুকিং, সেজে উঠেছে বিভিন্ন সংস্থার গদিঘর। নতুন করে ঘুরে দাঁড়াতে তৈরি চিৎপুর।


রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁচা বাদাম বিক্রি করার জন্য গান গেয়ে খদ্দের ডাকতেন ভুবন। কে জানত তাঁর নিজস্ব জিঙ্গল একদিন কাঁপিয়ে দেবে গোটা ভুবন। বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের কেড়ালজুড়ি গ্রামর ভুবন বাদ্যকর এবার অন্য ভুবনে। কাঁচা বাদাম গান নয়, অভিনয় করবেন যাত্রাপালায়।


আরও পড়ুন ; ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম?


করোনা-প্রকোপ কাটিয়ে সেজে উঠছে যাত্রাপাড়া-


আজ, শুক্রবার রথযাত্রা। যাত্রাপাড়ার হালখাতা। করোনার দাপটে ২ বছর রংহীন থাকার পর আবার ঘুরে দাঁড়াতে চাইছে চিৎপুর। রথের দিনে শুরু বুকিং, সেজে উঠেছে গদিঘর। 


নতুন করে যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন নতুন নতুন পালা নিয়ে তৈরি হচ্ছে সবাই। পালাগুলির মধ্যে এবারের অন্যতম আকর্ষণ কাঁচাবাদামখ্যাত ভুবন বাদ্যকর। এপ্রসঙ্গে শ্রীদুর্গা অপেরার প্রযোজক বলেন, যাত্রার ধরন বদলেছে। বিবেক চরিত্র হারিয়ে যাচ্ছিল। বিবেকের ভূমিকায় দেখা যাবে ভুবন বাদ্যকরকে।


চিৎপুরের সঙ্গে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমিও। কোভিডের আগে ছিল ৬৫টি যাত্রাপার্টি। করোনার সময় কমে দাঁড়ায় ২৫। এবার ৪৫টি অপেরা যাত্রা পালা তৈরি করছে। শিল্পীদের আশা, আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন।


প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পায় ভুবন বাদ্যকরের নতুন গান 'হবে নাকি বৌ'। মাত্র দুদিনেই এই মিউজিক ভিডিও প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভিউ হয়েছিল। 'হবে নাকি বৌ' গানটি ভুবন বাদ্যকরের সঙ্গে গেয়েছেন কেশব দে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়।


তবে এই মিউজিক ভিডিওতে কেবলমাত্র ভুবন বাদ্যকরকেই দেখা যায়নি, তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্ত্রী আদুরিকেও। কিছুদিন আগেই নতুন গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ভুবন বাদ্যকর।