পরিতোষ দাস, বীরভূম: বিদেশে কর্মরত স্বামীর সঙ্গে অশান্তির জেরে তিন সন্তানকে কীটনাশক খাইয়ে মায়ের আত্মহত্যার (Suicide Attempt) চেষ্টা। এমনই অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) কীর্ণাহারের কালীনগর গ্রামে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ১০ ও ১৩ বছরের দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মা ও ৮ বছরের ছেলে। পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী বছর পাঁচেক ধরে সৌদি আরবে (Soudi Arab) কর্মরত। টাকা-পয়সা পাঠানো নিয়ে গতকাল ফোনে স্বামীর সঙ্গে বাদানুবাদ হয়। তার জেরেই তিন ছেলেমেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, দাবি পরিবারের।
উল্লেখ্য, গতকাল পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তারপর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে দাবি। অভিযোগ, স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর নিজের শরীরে আঘাত করেন ওই ব্যক্তি। সেই সময় তাঁর ছেলেরা দেখতে পেয়ে আটকায়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করতেন স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। আজ ভোর রাতে ফের দুজনের বচসা বাধে। অভিযোগ, তখনই স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী। কোচবিহারের পুণ্ডিবাড়ির ঘটনা।
অন্যদিকে গতকাল সল্টলেকে মা ও মেয়ের রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, পারলৌকিক ক্রিয়া করার জন্য আবেদন জানানো হয় সুইসাইড নোটে। প্রতিবেশীরা যাতে বুঝতে পারেন, ঘরে কিছু ঘটেছে তার জন্য খুলে দেওয়া হয় কল। তিনতলা থেকে জল সিঁড়ি বেয়ে নেমে আসে নীচে। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
তিনতলার ফ্ল্যাট থেকে, সিঁড়ি বেয়ে গড়িয়ে নেমে আসছিল জলের ধারা। অথচ, ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়া মিলছিল না। এতেই সন্দেহ হয় অন্য বাসিন্দাদের। পুলিশ এসে দরজা ভাঙতেই, ভিতর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের মৃতদেহ। মাত্র ১২ দিনের মধ্যে ৩ জন মডেল-অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় কলকাতা। এরই মধ্যে সল্টলেকে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দানা বাঁধল রহস্য। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সুইসাইড নোটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।