শিবাশিস মৌলিক, ভাস্কর মুখোপাধ্য়ায়, নান্টু পাল, বীরভূম: গতবছর বগটুইয়ে (Bogtui) হাড়হিমকরা হত্য়াকাণ্ড। যা রাজ্য়-রাজনীতি তোলপাড় করে দেয়। সেই বগটুইকাণ্ডে স্বজনহারা এক পরিবারের সদস্য়কে পঞ্চায়েত ভোটে প্রার্থী করেছে বিজেপি (BJP)। মনোনয়ন জমা দিয়ে আশাবাদী প্রার্থী। এর পিছনে রয়েছে প্রচুর টাকার খেলা, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের (TMC)। 


পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) লড়াইয়ে এবার নামল বগটুই হত্য়াকাণ্ডের স্বজনহারা পরিবার। বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন, অগ্নিকান্ডে নিহত ডলি বিবির পুত্রবধূ, সীমা খাতুন। 


ভয়ঙ্কর হত্য়ালীলা: গত বছরের ২১-শে মার্চ, বীরভূমের বুকে বগটুই গ্রামে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর হত্য়ালীলা। প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন, তারপরই শুরু হয় তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় ১০ জনের। বেঘোরে প্রাণ যায় মহিলা ও শিশুর! 


হাড়হিম করা হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। ঘটনার ৩ দিনের মাথায়, বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবছরের ২১ মার্চ, ঘটনার বর্ষপূর্তিতে দেখা যায় রাজনীতির নতুন মোড়! স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে, পরিবারের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়! অন্যদিকে, সেদিনই শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল
শেখকে। 


এর পর ১৪ এপ্রিল বীরভূমের সিউড়িতে অমিত শাহর সভাতেও এসেছিলেন মিহিলাল শেখ! তাঁর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মিহিলাল শেখের দাদার ছেলের বউ, সীমা খাতুনকে বড়শাল পঞ্চায়েত সমিতির প্রার্থী করেছে বিজেপি। 


বগটুইকাণ্ডে স্বজনহারা ও বিজেপি কর্মী মিহিলাল শেখের কথায়, বগটুইয়ের স্বজনহারা পরিবারের তরফে এসেছি। ২ টো আসনেই আমরা জিতব। ভারতীয় জনতা পার্টি। বগটুইকাণ্ডে স্বজনহারা ও বিজেপি প্রার্থী সীমা খাতুনের স্বামী কিরণ শেখের কথায়, বিজেপির তরফ থেকে নমিনেশন ফাইল করতে এসেছে আমার ওয়াইফ। ভোটে দাঁড়ানোর কারণ, আমাদের ১০ জনকে শাসক দলের গুণ্ডাবাহিনী পুলিশ দাঁড়িয়ে থেকে যে ঘটনা ঘটেছে। আমাদের গ্রামের লোক আমাদের পক্ষে। আগে আমরা তৃণমূল করতাম। এখন আমরা বিজেপিতে। গ্রামের মানুষ বলল বিজেপিতে যাও। ওদের আশাতেই দাঁড়িয়েছি।


বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলছেন, তারা জানে, তাদের কষ্টটা শুধু বিজেপি বোঝে। তাই দুরদিনের সঙ্গী হিসেবে বিজেপির সঙ্গে। এখন দেখার, পঞ্চায়েত ভোটে বগটুই কোন দিকে যায়।