বীরভূম, গোপাল চট্টোপাধ্য়ায়: বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা চন্দ্রবাদ নাকা চেকিং পোস্টে সোমবার তল্লাশি করার সময়, এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই ব্যক্তির সঙ্গে বাইকের কোনও কাগজপত্র পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া আরও ৪ টি বাইক উদ্ধার করে কাঁকড়তলা থানা পুলিশ। পুলিশ জানতে পারে পশ্চিম বর্ধমান এলাকার বিভিন্ন ছিনতাই কার্যকলাপের সঙ্গে যুক্ত। অভিযুক্তের নাম আল্লারাখা আক্তার,বাড়ি কাঁকড়তলা থানার হরিহকতলা গ্রামে। এছাড়াও এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হবে।
এদিকে রাজ্যের অন্য প্রান্তে একটি বিক্ষিপ্ত ঘটনায়, স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃতের নাম সঞ্জয় ঘোষ। কাশীপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ২০১৮ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল। স্ত্রীর অভিযোগ, গত ৪ অক্টোবর পারিবারিক অশান্তি চরমে উঠলে, তাঁর স্বামী তাঁকে মারধর করেন। অভিযোগ, মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা হয়। ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। সেই ফাঁকে পালিয়ে যান স্বামী। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়। রবিবার ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্বামী অস্বীকার করছেন নিজের স্ত্রী,কোলের সন্তানকে। স্বামীর এই দায়িত্বজ্ঞানহীনতার প্রতিবাদ করে নিগ্রহের শিকার হতে হয় ওই গৃহবধূকে। অভিযোগ, ভাঙড়ের এক আবাসনে ওই গৃহবধূর ওপর ব্যপক অত্যাচার করেন স্বামী।কিল,চড় ঘুষির পাশাপাশি তাঁকে বালিশ চাপা দিয়েও মারার চেষ্টা করেন বলে অভিযোগ।এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ পল্লবী ঘোষ কাশীপুর থানায় অভিযোগ করেছেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী সঞ্জয় ঘোষকে গ্রেপ্তার করেছে। সঞ্জয় একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন।
আরও পড়ুন: রাজ্যে ফের এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা, তামাকজাত পান মশলার উত্পাদন, বিক্রি