এরশাদ আলম, বীরভূম: ফের বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যু হল একজনের। এবার ঘটনাস্থল বীরভূমের (Birbhum) সিউড়ি (Siuri)। জানা গিয়েছে, গতকাল সিউড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু হয় বিদ্যুৎ পর্যদেরই এক ঠিকাকর্মীর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবরারকে চাকরি, উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার কথা জানানো হয়েছে বিদ্যুৎ পর্ষদের ঠিকা কর্মী সংগঠনের তরফে। এছাড়াও তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। এদিন সংগঠনের তরফে সিউড়ির সুপার মার্কেটে রিজিওনাল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। যদিও ঠিকা কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি রিজিওনাল ম্যানেজার কৃষ্ণকুমার মিশ্র। প্রসঙ্গত গতকাল সিউড়ির বাসস্ট্যান্ডে মেনটেন্সের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নেপাল বেসরার।
কিছুদিন আগেই, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে। ঘটনাস্থল ছিল হলদিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। জখম হয়েছিলেন দুই শ্রমিক। তাঁদের হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
কী ঘটেছিল?
ঘটনাটি ঘটে ডিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। এদিন স্কুল রং করার কাজ করছিলেন দুজন শ্রমিক। সেই সময় এক জন বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্বিতীয় জন তাঁকে বাঁচাতে যান। ফলে দুজনেই গুরুতর জখম হয়েছেন। ঘটনা হল, ডিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উপর দিয়েই চলে গিয়েছে বিদ্যুতের হাইটেনশন লাইন। স্কুলের শিক্ষকদের বক্তব্য, বিষয়টি থেকে যে বিপদ হতে পারে সে কথা বার বার বিদ্যুৎ দফতরে বলেছিলেন তাঁরা। তার পরও কোনও সুরাহা হয়নি। সেদিনের ঘটনার পর স্কুল চত্বরে আসেন স্থানীয় কাউন্সিলর আজগর আলি। তাঁর দাবি, বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত হাইটেনশন ওই তার কেবল তারে বদলে দিতে রাজি হয়েছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। কিন্তু এই সিদ্ধান্তে একটু দেরি হয়ে গেল না? শিক্ষকরা যা বলছেন তা সত্যি হলে, বিদ্যুৎ দফতর আগেই কেন তৎপর হয়নি? তা হলে হয়তো এদিনের ভয়ঙ্কর বিপদ এড়ানো যেত, আক্ষেপ যাচ্ছে না দুই শ্রমিকের পরিবারের। ভয়ে রয়েছেন স্থানীয়রাও।
এরও কিছুদিন আগে, পূর্ব মেদিনীপুরের রামনগরের পশ্চিম করণচি গ্রামে ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নিমাই জানা নামে এক যুবকের। সে বারও বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা, এলাকায় বিক্ষোভও হয়।
আরও পড়ুন: গত ১ বছরের সর্বোচ্চ স্তরে বেকারত্বের হার, মোদিকে 'অযোগ্য প্রধানমন্ত্রী' বলে খোঁচা ডেরেকের