ভাস্কর মুখোপাধ্যায়, নানুর : বীরভূমের (Birbhum) নানুরে (Nanoor) সপরিবারে সিপিএম কর্মীকে (CPM Worker) পুড়িয়ে মারার হুমকি। কাঠগড়ায় নানুরের স্থানীয় তৃণমূল নেতা-সহ কয়েকজন। যদিও মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। হুমকির রাজনীতিতেই বিশ্বাসী তৃণমূল বলে কটাক্ষ করেছে সিপিএম। পায়ের তলায় মাটি নেই বলে মিথ্যা অভিযোগ করে নজর টানার চেষ্টা বলে পাল্টা খোঁচা রাজ্যের শাসক দলের।


২০১৮ সালে পঞ্চায়েত ভোটের আগের দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে উথালপাথাল হয়েছিল রাজ্য রাজনীতি। এবার পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে, পরিবার-সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে !


কী অভিযোগ ?


অভিযোগ, বৃহস্পতিবার রাতে নানুরের বাসিন্দা ও সিপিএম কর্মী হারাধন হাজরার বাড়িতে দলবল নিয়ে চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত মণ্ডল। হারাধন ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।


অভিযোগকারী সিপিএম কর্মী হারাধন হাজরা বলেন, বৃহস্পতিবার রাতে জয়ন্ত মণ্ডল সহ কয়েকজন তৃণমূল নেতা এসে আমাকে হুমকি দেয়। বলে সিপিএম করা যাবে না। যদি সিপিএম করো, গোটা পরিবারকে পুড়িয়ে মারব।


এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে সিপিএম কর্মীর পরিবার। অভিযোগকারীর স্ত্রী ছায়া হাজরা বলেন, কাল রাতে এরকম হুমকি দিয়েছে। খুব আতঙ্কে রয়েছি।


এনিয়ে কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত সিপিএম কর্মী। যদিও খুনের হুমকির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত মণ্ডল। তিনি বলেন, অন্য পার্টি করার অধিকার সবার আছে। মিথ্যা অভিযোগ, আমি কোনও হুমকি দিইনি।


নানুরের প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা শ্যামলী প্রধান বলেন, হুমকির রাজনীতি করছে তৃণমূল। গতকাল আমাদের একটা মিছিল ছিল। তাতে হারাধন যোগ দেন। তারপরেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, সিপিএমের পায়ের তলায় মাটি নেই বলে এসব মিথ্যা অভিযোগ করে সামনে আসতে চাইছে। 


গতবছর অবধিও, বীরভূমে ভোট মানেই ছিল অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারি। কিন্তু, গরু পাচার মামলায় সেই অনুব্রত মণ্ডল এখন জেলে। কিন্তু, বীরভূমে হুমকির ধারা অব্যাহত।


আরও পড়ুন ; বীরভূমের খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত, গ্রেফতার তৃণমূল নেতা-সহ অনুগামীরা