বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বারুদের স্তূপে বীরভূম (Birbhum)। মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলির সন্ধান মিলল। একজনকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ অভিযান চালায়। ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা, ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ধৃত। উদ্ধার হওয়া মশলা থেকে হাজারের বেশি দেশি বোমা তৈরি হত বলে পুলিশের দাবি। 


উত্তর দিনাজপুরে অস্ত্র কারখানার হদিশ: কিছুদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-ইসলামপুরে বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অস্ত্র উদ্ধার কোচবিহারেও, গ্রেফতার ৫। 


খাগাড়িয়া, সমস্তিপুর, কাটিহারের পর এবার পূর্ণিয়া।ফের বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। শুধু মুঙ্গের নয়, বিহারের ছোটখাটো জায়গাতেও তৈরি হচ্ছে বেআইনি অস্ত্র। পাচার করা হচ্ছে পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়। পঞ্চায়েত ভোটের মুখে যে ঘটনা চিন্তা বাড়াচ্ছ পুলিশের। পশ্চিবঙ্গে পাচার করার জন্য অস্ত্র তৈরির কাজ চলছে পূর্ণিয়ার একটি কারখানায়। কলকাতা এসটিএফ ও বিহার এসটিএফ থেকে এই খবর পেয়ে মঙ্গলবার উত্তর দিনাদজপুরের গোয়ালপোখর-বিহার সীমানায় ওই কারখানায় অভিযান চালায় পূর্ণিয়া জেলার ধানদহ থানার পুলিশ।


কারখানা থেকে উদ্ধার করা হয়ে ২০টি অর্ধনির্মিত দেশি পিস্তল, ১৯টি পিস্তলের ব্যারেল, ২০টি পিস্তলের স্লাইডার, ড্রিল মেশিন, একটি দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির জিনিস। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয় মালদার রতুয়া সীমানায় বিহারের কাটিহারের আমদাবাদ এলাকায়। বেআইনি অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, একটি অসম্পূর্ণ ব্যারেল, একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম।


গত ২০ ফেব্রুয়ারি, বিহারের খাগাড়িয়া ও সমস্তিপুরে অভিযান চালিয়ে ২টি বেআইনি অস্ত্র কারখানার পর্দাফাঁস করে কলকাতা পুলিশের এসটিএফ! উদ্ধার হয় সেভেন এমএম এবং নাইন এমএম পিস্তল তৈরির বিপুল সরঞ্জাম। ওই ঘটনায় খাগাড়িয়ার শোনবর্সা থেকে ৩ জন এবং সমস্তিপুরের হাসানপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। গত ১৬ মার্চ  দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ে এক অস্ত্র কারবারির হদিশ মেলে। প্রচুর অস্ত্র উদ্ধার করে পুলিশ।