ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগে সাঁইথিয়ায় 'চোরমুক্ত বিজেপি' চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে CBI ও ED-র তদন্তের দাবিও জানানো হয়েছে।


সাঁইথিয়ায় 'চোরমুক্ত BJP' চেয়ে পড়ল পোস্টার


বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা, 'তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।' আগামীকাল শুভেন্দুর সভার আগে সাঁইথিয়াজুড়ে পড়ল পোস্টার। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি। গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে, পাল্টা দাবি করেছে তৃণমূল।


লোকসভা ভোটের আগে শাসক-বিরোধী দুপক্ষেরই হাতিয়ার 'চোর' স্লোগান


প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে শাসক-বিরোধী দুপক্ষেরই হাতিয়ার 'চোর' স্লোগান । বিধানসভায় অধিবেশনের মাঝে তৃণমূল (TMC) ও বিজেপি দুই শিবিরের বিধায়কদের একে অপরের উদ্দেশে 'চোর' স্লোগান তুলতে দেখা গিয়েছিল। আর এবার বিজেপির 'চোর' আক্রমণের পাল্টা এবার 'বড় চোর' প্রচার তৃণমূলের। উত্তরবঙ্গের চালসায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার পাল্টা 'বড় চোর' স্লোগানকে হাতিয়ার তৃণমূলের।শুভেন্দু অধিকারীর চালসা সফরের মধ্যেই সম্প্রতি মাইকে প্রচার চালিয়েছে তৃণমূলের আইটি সেল। সেখানে মাইকে বলতে শোনা গিয়েছে, 'বাংলার সব থেকে বড় চোর এসেছেন চালসায়। আজ সোনার গয়না পরে কিংবা মানিব্যাগ নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন। সকলে বাড়ির দরজা ভাল করে বন্ধ করে রাখবেন'।


চালসায় শুভেন্দুর সভাস্থলের ৫০ মিটার দূরেও পড়েছিল পোস্টার


এদিকে, কেন্দ্রের জন্যই রাজ্যে ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে এই অভিযোগে মালবাজারে শুভেন্দুকে গো-ব্যাক স্লোগান দিয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। চালসায় শুভেন্দুর কনভয় যাওয়ার পথে মালবাজারে রাস্তার ধার থেকে গো-ব্যাক স্লোগান উঠেছিল। রাস্তার ধারে জব কার্ড হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন চা শ্রমিকরাও। নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া। পাশাপাশি চালসায় শুভেন্দু অধিকারীর সভাস্থলের ৫০ মিটার দূরেও পড়েছিল পোস্টার।


আরও পড়ুন, বারুইপুরে তৃণমূল কর্মীকে 'খুন', বাড়ির কাছেই উদ্ধার রক্তাক্ত দেহ, গ্রেফতার ১২


 পোস্টার যুদ্ধ


সম্প্রতি হলদিয়ায় দেখা গিয়েছিল তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ। বিজেপির চোর আক্রমণের পাল্টা, ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত, চোর, পকেটমার বলে কটাক্ষ করা হয়েছিল। এমনিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিভিন্ন সভা থেকেই তৃণমূল সরকার ও শীর্ষ নেতৃত্বকে 'চোর' বলে কটাক্ষ করে স্লোগান তুলেছেন একাধিকবার।