ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভোটের আগে আন্তঃরাজ্য মাদকপাচারকারী বাহিনীকে গ্রেফতার করল সিউড়ি পুলিশ। ওড়িশার কোরাপুট থেকে ব্যাগ ভর্তি গাঁজা তারা ট্রেনে করে সিউড়িতে পৌঁছে দিতে এসেছিল। মঙ্গলবার দুপুরে সিউড়ি রেলস্টেশনের কাছে দুটি ট্রলি ব্যাগ ও একটি হাতব্যাগে করে গাঁজাগুলি পাচার করার সময় তাদের পুলিশ ধরে ফেলে। পুলিশ তাঁদের কাছ থেকে ৩০ কেজি গাজা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে চার মহিলাকে। যাদের মধ্যে তিনজন ওড়িশার গজপতি জেলার। অন্যজন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা।
ওড়িশা থেকে চার মহিলা মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনে নামে। পরে হুল এক্সপ্রেস ধরে দুপুরে সিউড়ি রেলস্টেশনের কাছে একটি নির্জন জায়গায় তারা দাঁড়িয়ে ছিল। সেখানেই আসার কথা ছিল চক্রের মালিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কচু জোড়ে ব্যাগগুলি নামিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু রেল পুলিশের নজরদারিতে চলে আসায় শেষ মুহুর্তে তারা পরিকল্পনার বদল করে। দুটি ব্যাগে ১৫ টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা ছিল। ওড়িশার গজপতি জেলার চণ্ডীপুরের দময়ন্তী পাইকা, সুদেষ্ণা পাইকা, রঞ্জিতা সাহু। এর আগেও এরা কোরাপুট থেকে এভাবেই ট্রলি ভর্তি গাঁজা ঠিকানায় পৌঁছে দিয়েছে। তাদের দাবি, তারা ব্যাগে কি আছে জানে না। ওড়িশা থেকে তাদের ব্যাগ দিয়ে ঠিকানা বলে দেওয়া হয়। এবারে মুর্শিদাবাদের মজা বেওয়া বহরমপুরের কাছ থেকে অর্ডার নিয়ে কচুজোড়ে পৌঁছে দেওয়ার বরাত পেয়েছিল।
আরও পড়ুন, 'সুরাহা পাইনি..', বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরের মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক সব্যসাচী দত্ত
তবে ভোটের আগে কড়া প্রশাসন। অপরাধ দমন করতে নাকা চেকিংও চলছে একাধিক জায়গায়। মাদক পাচার থেকে অস্ত্রপাচার কিংবা ভোটের আগে ফের সক্রিয় হয়েছে উঠেছে গরুপাচার চক্র ? কার্যত এই প্রশ্নই তুলে ধরল মেমারির একটি ঘটনায়। পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল। পূর্ব বর্ধমানের মেমারির চকদিঘি মোড়ের কাছে একটি গরু বাস থেকে ব্যস্ত জিটি রোডের ওপর ছিটকে পড়ে যেতেই বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় আটকানো হয় বাস। দেখা যায়, বাসের ভিতর যাত্রী তো নেই-ই, আসনও নেই কোনও। তার বদলে বাঁধা রয়েছে একপাল গরু। বাস চালক দাবি করেন, বৈধ কাগজ নিয়েই বিহার থেকে হুগলির পাণ্ডুয়ায় নিয়ে যাচ্ছিলেন গরুগুলিকে। প্রশ্ন উঠছে, এভাবে পর্দা ঢাকা বাসে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল কেন? তবে কি ফের সক্রিয় হয়েছে উঠেছে গরু পাচার চক্র? এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।