বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কেষ্টহীন বীরভূমে তৃণমূলে (TMC) ভাঙন। সিউড়িতে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী। 'তৃণমূলে কাজ করার মতো পরিস্থিতি নেই, দম বন্ধ হয়ে আসছিল'। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলত্যাগীরা । গুরুত্ব দিতে নারাজ শাসক দল । 


কেষ্টবিহীন বীরভূমে (Birbhum) ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্বও। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসকদলের প্রথম মনোনয়ন। সিউড়ি ২ নম্বর ব্লকে জেলা পরিষদের ২৯ নম্বর আসনে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম।


প্রশ্ন উঠেছে, প্রার্থী তালিকা ঘোষণার আগে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের (TMC) ব্লক সভাপতি? শাসক-নেতার দাবি, দলের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। অস্বস্তি ঢাকতে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সাফাই, কারও অনুমোদনেই নিশ্চয় মনোনয়ন জমা দিয়েছেন। তবে দল অমুমোদন দিয়েছে কি না, তা স্পষ্ট করেননি বিধায়ক। 


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় দলবদলের হিড়িক।


উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার অশোকনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রার পরের দিনই তৃণমূলে ভাঙন। হাবড়া (Habra) ২ নম্বর ব্লকে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকার শতাধিক যুব তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। অভিষেক জেলায় থাকাকালীন উত্তর ২৪ পরগনায় শাসকদলে ভাঙন ধরায় খুশি কংগ্রেস। দলত্যাগীদের স্বাগত জানিয়েছে তারা। এর ফলে কংগ্রেস শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক অরিজিৎ চক্রবর্তী। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ 
তৃণমূলের হাবড়া ২ নম্বর ব্লক গ্রামীণের সভাপতি বৃন্দাবন ঘোষ।                        

মালদা: পরপর দু’দিন মালদার মানিকচকে তৃণমূলে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সহ সভাপতি, জেলা পরিষদ সদস্যা-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। গতকাল এনায়েতপুরে তৃণমূলত্যাগীদের হাতে দলের পতাকা তুলে দেন মানিকচকের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম। তৃণমূলত্যাগীদের দাবি, দলে কোণঠাসা করে রাখা হয়েছে।তাই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গ ছাড়তেই কংগ্রেসে যোগদান। এত দুর্নীতি সহ্য করতে পারছেন না বলেই তৃণমূলের ভাল লোকেরা তাদের দলে আসছেন বলে কংগ্রেসের দাবি। পাল্টা তৃণমূলের দাবি, ক্ষমতায় থেকেও যাঁরা কাজ করেননি, তাঁরা এবার টিকিট পাবেন না বুঝেই অন্য দলে ভিড়ছেন।