এরশাদ আলম, বীরভূম: বিভিন্ন সময় উদাসীনতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উঠলেও সময়মতো এলাকায় পুলিশ পৌঁছয় না বলে অভিযোগ। অনেকসময় অনেক দেরি করে ঘটনাস্থলে পৌঁছনোর অভিযোগ ওঠে। এই সমস্যাগুলি এড়ানোর জন্য নতুন এক পদক্ষেপ করল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার অ্য়াপের সূচনা করেন বীরভূম জেলা পুলিশ সুপার (district police super) নগেন্দ্র ত্রিপাঠী।


জেলাজুড়ে পুলিশি নজরদারি (surveillance) বাড়ানোর জন্য বীরভূম জেলা পুলিশ (birbhum district police) চালু করেছে নতুন একটি অ্যাপ (app), নাম 'e নজর'। জেলাজুড়ে বিভিন্ন এলাকায় লাগানো রয়েছে একাধিক বারকোড। জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, 'গোটা জেলায় ৭০৭টি পয়েন্টে বারকোড বসানো হয়েছে।' জেলার বিভিন্ন প্রান্তের স্কুল, ধর্মীয় স্থান, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং স্পর্শকাতর এলাকাগুলিতে লাগানো হয়েছে বারকোড। কীভাবে কাজ করবে এই অ্যাপ?


কোনও এলাকায় গেলে কোনও কাজে পুলিশ গেলে, প্রথমেই ওই বারকোড স্ক্যান করতে হবে। তারপরেই কোন জায়গায় পুলিশ গেল, সেই এলাকায় কতক্ষণ পুলিশ থাকল সেই সমস্ত তথ্য চলে যাবে জেলা পুলিশের কন্ট্রোল রুমে। তাহলে পুরো ঘটনার যাবতীয় তথ্য জানতে পারবেন জেলা পুলিশকর্তারা। বারকোডের মাধ্যমেই কোন এলাকায় কোন সময় কতজন পুলিশকর্মী রয়েছে তাও জানতে পারবে কন্ট্রোল রুম (control room)। কোনও এলাকা থেকে কোনও অভিযোগ এলে, জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীকে নির্দেশ দেওয়া হবে, ওই এলাকায় যাওয়ার। সেই পুলিশকর্মী ওই এলাকায় কতক্ষণে পৌঁছলেন, কতক্ষণ থাকলেন সবই জানা যাবে এই পরিকাঠামোর মাধ্যমে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে পুলিশের বিরুদ্ধে কোথাও সময়মতো না পৌঁছনোয় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে বারবার। অনেকসময় পৌঁছলেও অভিযোগ করা হয়েছে। এই সমস্যা কমাতেই এমন পদক্ষেপ। তার সঙ্গেই পুলিশি ব্যবস্থা আরও আধুনিক এবং আরও ফলপ্রসূ করে তোলার জন্য নতুন অ্য়াপ চালু হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। 


আরও পড়ুন: তৈরি হয়নি ভাঙা সেতু, চরম ভোগান্তিতে বাসিন্দারা