পরিতোষ দাস, বীরভূম: নানুরে (Nanur) বিজেপি নেতার (BJP Leader) বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতার দাবি, তাঁকে খুনের (Murder) হুমকিও (Threat) দেওয়া হয়। যদিও নানুর ব্লক তৃণমূল সভাপতির দাবি, বিষয়টি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে ইঙ্গিত করেছেন তিনি।
কী ঘটনা ঘটেছে?
মাঝরাতে বাড়িতে ঢুকে তাণ্ডব। খুনের হুমকির মুখে কোনওমতে বাড়ির পাঁচিল টপকে পালিয়ে প্রাণরক্ষা। এমনই অভিযোগ করলেন বীরভূমের বিজেপি জেলা কমিটির সদস্য তারক সাহা। বিজেপি নেতার দাবি, বুধবার সিউড়িতে শুভেন্দু অধিকারীর মিছিলে যোগ দেন তিনি। অভিযোগ, ফেরার পর রাত দেড়টা নাগাদ তাঁর বাড়িতে আচমকাই ঢুকে পড়ে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী।
কোনওরকমে তিনি পাঁচিল টপকে পালিয়ে যান। বিজেপি নেতার আরও দাবি, তাঁকে খুনের হুমকির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনে নানুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন তারক সাহা (Tarak Saha)।
আরও পড়ুন, বানান ভুল থেকে হাতের লেখা ঠিক করা, ট্রাফিকের দায়িত্ব সামলে শিক্ষকের ভূমিকায় পুলিশ
তৃণমূলের কী অভিযোগ?
যদিও, হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, "বিষয়টি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। বিজেপির নিজেদের গন্ডগোলেও ঘটনা ঘটে থাকতে পারে বলে।" এই ঘটনায় কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।