নান্টু পাল, বীরভূম: বেশ কিছুদিন ধরেই চলছিল প্রেমপর্ব। কিন্তু বাড়িতে জানাজানি হতেই পরিবারে অশান্তি। এমনকী প্রেম ঠেকাতে ছেলের অন্যত্র বিয়েও ঠিক করে ফেলেছিল পরিবার। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না। আজ সকালে ছেলে ও তাঁর প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।
জানা গিয়েছে, মৃত প্রেমিকের নাম আবদুল্লা আল মামন ও নাবালিকা প্রেমিকার নাম নর্জিনা খাতুন। ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটি থানার খাঁপুর ও মধুপুর গ্রামের কাছে একটি মাঠে। পাশাপাশি দুটি গ্রামে এই দুই প্রেমিক-প্রেমিকার বাড়ি। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয় বলে স্থানীয় সূত্রে খবর।
সূত্রের খবর, ছেলের বাড়ির লোক এই সম্পর্ক মানতে অস্বীকার করে। তারা তার ছেলেকে অনত্র বিয়ের ব্যবস্থা করে। এর পরেই গত কাল সন্ধ্যেয় দুই জন বাড়ি থেকে বের হয়। দুই পরিবার রাতে খোজা খুঁজি করে। আজ সকালে মধুপুর গ্রামের কাছে একটি গাছে দুই জনের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয় মানুষ।
আরও পড়ুন, ইঞ্জিনিয়ারকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন, টাকা দিতে গিয়ে দুষ্কৃতীকে পুলিশের দিল পরিবার
এর পরেই নলহাটি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়না তদন্তে পাঠায়। তদন্তে নলহাটি থানার পুলিশ।
অন্যদিকে, দার্জিলিংয়ে পেশায় আইনজীবী, প্রেমিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। শিলিগুড়ির এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রেমিককে। তিনিও পেশায় আইনজীবী।