এরশাদ আলম, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। ফের বীরভূম (Birbhum)। পুলিশের জালে বছর ১৯-র এক দুষ্কৃতি। বীরভূমের কাঁকড়তলা থানার অন্তর্গত সতিঘাট থেকে বিনোদপুর যাওয়ার রাস্তায়, বৃহস্পতিবার ভোররাতে বেআইনি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Police) ।


পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতির নাম শেখ আলাউদ্দিন ওরফে লাদেন। সে বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকড়তলা গ্রামের বাসিন্দা। গোপন সূত্র খবর আসে, সতিঘাট থেকে বিনোদপুর যাওয়ার রাস্তায় এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই সময় কাঁকড়তলা থানার এক বিশেষ পুলিশ বাহিনী হানা দেয় ওই এলাকায়। যুবককে পাকড়াও করে। তাঁর কাছ থেকে একটি দেশি পাইপ গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। প্রসঙ্গত, এর আগেও বীরভূমে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। চলতি মাসের মাঝামাঝি বীরভূমে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয় একাধিক অস্ত্র। সম্প্রতি বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে যায় এক যুবকের। গুরুতরভাবে জখম হয় এক নাবালকও। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার হয়েছে। নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয় ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় ১ জন।  


আরও পড়ুন, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে !


 জানা গিয়েছে, ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায়, তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শটার রযেছে। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে, কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি ? কোথায় যাচ্ছিল ? তারই খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল ? সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে ছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।' পাশাপাশি,  রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে’। যার পরই পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে'।