আবীর ইসলাম, বীরভূম: প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Doctor Sushovan Banerjee)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৫৭ বছর মাত্র ১ টা ফি নিয়ে চিকিৎসার করে গিয়েছেন। দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর (Visva Bharati) কোট কমিটির সদস্য ছিলেন। 


বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসেবে জনপ্রিয় ছিলেন। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখেন। এমবিবিএস (MBBS) পাশ করে এমএফপিএ এবং ডিসিপি ( MFPA ও DCP) (ক্লিনিকাল প্যাথোলজিতে ডিপ্লোমা) করেছিলেন৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করে এসেছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কোট কমিটির সদস্য ছিলেন তিনি৷ 


প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতনে৷ কারন এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন, তাঁর হাত ধরে সুস্থ হয়েছেন হাজার হাজার মানুষ৷ প্রসঙ্গত, দেশের দারিদ্রসীমার নিচে বসবাস করে এখনও অনেক মানুষ। বিশেষ করে অনেকেই দিন আনে দিন খায়। কোভিড পরিস্থিতিতে অনেকেই রোজগার হারিয়েছেন। চিকিৎসক দেখানোর মতো রয়সা কোথায়, সেই সকল মানুষই উপকৃত হয়েছেন।


আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়


 



এদিন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং  বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দিলীপ ঘোষ বলেন, 'পদ্মশ্রী প্রাপক চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আজীবন তিনি ১ টাকা ভিজিট নিয়ে মানুষের সেবা করে গিয়েছেন। তাঁর আত্মার শান্তিকামনা করি।'