ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পাচার করার সময় বীরভূমের (Birbhum) খয়রাশোল-কাঁকড়তলায় আটক ২০ টন কয়লা (Coal Scam)। খয়রাশোলের বরকুড়ি মোড়ে খয়রাশোল থানার পুলিশ অভিযান (Police Raid) চালিয়ে পাঁচটি কয়লা বোঝাই মোষের গাড়ি সহ ৮ টন কয়লা আটক করেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে মোষের গাড়ী সহ ১০ টন কয়লা উদ্ধার করেছে কাঁকড়তলা থানার পুলিশ। জানা গিয়েছে, অবৈধ কয়লাগুলি ঝাড়খন্ড ও বর্ধমান থেকে আসছিল। গত কয়েকদিনে ৩০ টি মোষের গাড়ী-সহ কয়লা আটক করেছে কাঁকড়তলা থানার পুলিশ। প্রসঙ্গত, গত বছরও অক্টোবার মাসে, কয়লা ‘পাচার’-এর পাচারচক্রের পর্দাফাঁস করে পুলিশ। পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় সেবার ৭ জন পাচারকারীকে। নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। সেবারও ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে দাবি জানিয়েছিল পুলিশ।
নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার একের পর এক ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হচ্ছেন হেভিওয়েটরা। কিন্তু, তারপরও কি পাচার বন্ধ হয়েছে ? ফের এই প্রশ্ন উঠল অনুব্রত মন্ডলের খাসতালুকের এই ছবি দেখে বীরভূমে কয়লা পাচার অভিযোগে ফের শুরু হয় শোরগোল। বাইকের ওপর বস্তার পাহাড়। এক একটি বাইকে প্রায় কয়েকশো কেজি কয়লা। পুলিশের নজর এড়াতে এভাবেই বাইকে হাজার হাজার কেজি কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বুথের বাইরে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ
গোপন সূত্রে খবর পেয়ে, জয়পুর গ্রামের কাছে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। কয়লার বস্তা-সহ ধরা পড়ে একাধিক বাইক পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয় ৪ হাজার ৪০০ কেজি কয়লা। ৮টি বাইক আটক করা হয়। গ্রেফতার হয় ৭ জন। পুলিশ সূত্রের দাবি, পাচারের জন্যই ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বস্তা বস্তা কয়লা। কিন্তু, কোথায় তা পাচারের ছক ছিল এনিয়ে তদন্তে নামে পুলিশ। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশ কয়লা বোঝাই তিনটি গাড়ি আটক করে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৬০ টন কয়লা ছিল। ওই কয়লা বোঝাই ট্রাকগুলি আসছিল ঝাড়খণ্ড থেকে। এরপরে গন্তব্যও প্রকাশ্যে আসে। গন্তব্য স্থান ছিল বর্ধমান। পুলিশ সূত্রে খবর, কোনও কাগজপত্র দেখাতে পারেননি ট্রাকের চালকরা। ২ জন ট্রাক চালককে আটক করে পুলিশ।