ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : রামপুরহাটে ছাত্রীর টুকরো দেহ উদ্ধারকাণ্ডে রোমহর্ষক তথ্য। ধৃত ভৌতবিজ্ঞান শিক্ষকের বাড়িতে মিলল সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস- পুলিশ সূত্রে খবর। দেহ টুকরো করতে ব্যবহার করা হয় এইসব ছুরি-কাঁচি? তদন্তে পুলিশ। একের এক প্রশ্নের মুখে সরিয়ে দেওয়া হল আইকেও।
রামপুরহাটে ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়!পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধৃত শিক্ষকের বাড়িতে মিলেছে । সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেজ, তুলো ঝাড়খন্ড সীমানায় রামপুরহাঠের তুমবনি গ্রামের এই বাড়িতে একা ভাড়া থাকতেন ধৃত ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ পাল। বাড়ির চারপাশে ঝোপঝাড়। পুলিশ সূত্রে খবর, এই ভাড়া বাড়িতেই মিলেছে, সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস সহ অন্যান্য জিনিস। তদন্তকারীদের প্রশ্ন, এসব দিয়েই কি ছাত্রীর দেহ টুকরো টুকরো করা হয়েছিল? ছাত্রীকে কি এই বাড়িতেই খুন করা হয়? না কি অন্য কোথাও খুনের পর ব্যবহৃত ছুরি-কাঁচি-গ্লাভস লুকিয়ে রাখা হয় এই বাড়িতে? ধৃত শিক্ষকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে।রামপুরহাটে শিক্ষকতা করতেন বলে থাকতেন এই ভাড়াবাড়িতে। ২৮ অগাস্ট বাড়ি থেকে রামপুরহাটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় এক সপ্তম শ্রেণির ছাত্রী। ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার রাতে উদ্ধার হয় তার দেহাংশ।রামপুরহাটে কালিডাঙা জঙ্গলের পাশে কালভার্টের নীচে বস্তাবন্দি অবস্থায় মেলে ১৩ বছরের ওই নাবালিকার দেহের টুকরো। নিহত ছাত্রীর কোমরের নীচের অংশ এখনও মেলেনি। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। অভিভাবক তারা মার্ডি বলেন, মাস্টারের চরিত্র খুব খারাপ ছিল। মাস্টারকে আমরা একবার ওয়ার্নিং দিয়েছিলাম। এক-দু'জন ছেলেমেয়েকে এ ধরনের কথাবার্তা বলেছিল। মাস্টারকে আমরা ধরেছিলাম, ২-৩ থাপ্পড় মেরেছিলাম। তাও শুধরায়নি। প্রধান শিক্ষক কোনও স্টেপ নেয়নি। প্রধান শিক্ষক এর মধ্যে ছেলেগুলোকে TC দেওয়ার ভয় দেখিয়ে দিয়েছিল। তদন্তকারীদের অনুমান, একেবারে পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ হেফাজতে লাগাতার জেরা করা হচ্ছে ধৃতকে।খুনের উদ্দেশ্য় পরিষ্কার নয়। যেদিন ছাত্রী নিখোঁজ হয়, তার ২ দিনের মধ্যেই তাকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনার প্রতিবাদে রামপুরহাট - ঝাড়খণ্ড রাস্তায় এখনও অবরোধ চলছে।শনিবার এলাকায় যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল।