বীরভূম: রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক নেতাদের পরস্পরের তোপ দাগাদাগি। ‘৩৪ বছরে কন্যাশ্রী, রূপশ্রী করতে পেরেছিলেন ? ' বীরভূমে সিপিএমকে প্রশ্ন ছুঁড়ে হুমকি তৃণমূল নেতার (TMC Leader)। যদিও পাল্টা নিশানা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম।


‘৩৪ বছরে কন্যাশ্রী, রূপশ্রী করতে পেরেছিলেন ? এরপরও যদি খুসখুস করেন তাহলে অঞ্চলের লোক নিয়ে দোকান চাড়িয়ে দেবো। বাপের বেটা হলে সিপিএমের পতাকা টাঙিয়ে দেখাও। এমনটাই বীরভূমে সিপিএমকে হুমকি তৃণমূল নেতার। হুমকি সিউড়ি-২ ব্লকের দমদমা পঞ্চায়েতের প্রধানের।অপরদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম পাল্টা কটাক্ষ করে বলেন, ‘অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলের অবস্থা ভালো নয়।’ পাশাপাশি, বিজেপির জেলা সভাপতি দীপক দাস আক্রমণ করে বলেন,‘তৃণমূল নেতার বিরুদ্ধেই দুর্নীতির বহু অভিযোগ রয়েছে।’


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে শাসকদলের একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম জড়ালেও, তৃণমূলের সমাবেশে বামেদের তোপ দাগতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, 'আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে  পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো।  তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।'


  মুখ্যমন্ত্রী আরও বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' তিনি আরও বলেন, আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ,  শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়,  এগুলি মনে রাখবেন, বলেন মমতা।


আরও পড়ুন, 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা


মমতা আরও বলেন, ' সিপিএম চলে গেলেও যে, অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পানতো আলমারিতে, একটা কাগজও পাবেন না। আমাদের আমলে কাগজ আছে। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন।' এরপরেই মুখ্যন্ত্রী হাত মুঠো করে অগ্নিশর্মা হয়ে বলেন,' ওদের আমলে একটাও কাগজ নেই। আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পায়নি।'