আবীর ইসলাম, লাভপুর (বীরভূম) : প্যাকেট খুলতেই 'চক্ষু চড়কগাছ' ! এবার অনলাইনে মোবাইল ফোন অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন বীরভূমের (Birbhum) লাভপুরের এক যুবক। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকী সংশ্লিষ্ট অনলাইন সংস্থা অ্যামাজনকেও বিষয়টি জানান তিনি। যদিও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর।
লাভপুর থানার ষষ্ঠীনগর গ্রামের যুবক রাজ কুমার ঘোষ। গত ১৭ জানুয়ারি তারিখে তিনি অনলাইনে মাধ্যমে অ্যামাজন অ্যাপ থেকে একটি স্মার্টফোনের অর্ডার করেন। এস বি আই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনের দাম বাবদ ১৬ হাজার ৯৯০ টাকা পেমেন্টও করে দেন। কিন্তু, ১৯ তারিখে তাঁর কাছে পার্সেল এলে হতবাক হয়ে যান ওই যুবক।
আরও পড়ুন ; এক ক্লিকেই গায়েব টাকা, ৩ অধ্যাপিকাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ২ সদস্য
প্যাকেট খুলে রাজকুমার দেখেন, মোবাইলের সমস্ত জিনিসপত্র রয়েছে। অথচ নেই মোবাইল। পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরার সামনেই হয়। এরপর তিনি অ্যামাজন কর্তৃপক্ষকে মেল করে একটি অভিযোগ জানান। কিন্তু, সেখান থেকে কোনও সুরাহা হয়নি বলে জানান তিনি। পরে লাভপুর থানার দ্বারস্থ হন। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিষয়টি সাইবার সেলকে জানাতে।
এই মুহূর্তে এই যুবক বোলপুরে অ্যামাজন অফিসের খোঁজ করছেন । তাঁর অভিযোগ, অ্যামাজন অ্যাপের মাধ্যমে আমি মোবাইলটি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট। তাই পুরো বিষয়টা সিসিটিভি ক্যামেরায় ধরে রেখেছি। প্যাকেট খুলতেই দেখতে পাই, মোবাইলের সমস্ত জিনিস আছে, অথচ নেই মোবাইল । বিষয়টি পুলিশকে জানিয়েছি। অ্যামাজন কর্তৃপক্ষকেও মেল করে অভিযোগ জানাই । কর্তৃপক্ষ জানিয়েছে, রিফান্ড পাওয়া যাবে না।
প্রসঙ্গত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindrabharati University) ৩ অধ্যাপিকাকে (Professor) প্রতারণার অভিযোগ। জামতাড়া (Jamtara) থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। কয়েক দিন আগে প্রতারণার শিকার হন রবীন্দ্র ভারতীর তিন অধ্যাপিকা। তাঁদের মধ্যে একজন পুলিশের কাছে অভিযোগ জানান।