আবীর ইসলাম, বোলপুর : বাইক নিয়ে বেপরোয়া খোদ ট্রাফিক গার্ডের ওসি। ডিভাইডারে ধাক্কা মেরে পড়ে গিয়ে মৃত্যু। মৃত বোলপুর (Bolpur) ট্রাফিক গার্ডের ওসি তুহিন ঝা। ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, গতকাল রাতে কোয়ার্টারে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বোলপুর ট্রাফিক পুলিশের তুহিন ঝা-র। মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল। এই খবরে আমি শোকাহত। নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। পরিবারকে সমবেদনা জানাই।
আরও পড়ুন ; রেষারেষি করতে গিয়েই বিপত্তি! বেহালায় বেসরকারি বাসের ধাক্কা পুলকার, অটো এবং গাড়িতে, আহত অনেকে
কীভাবে দুর্ঘটনা ?
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ বোলপুরের দিক থেকে কাশীপুরের দিকে স্পোর্টস বাইক নিয়ে ফিরছিলেন বোলপুর থানার ট্রাফিক ওসি তুহিন ঝাঁ । সেই সময় বোলপুর বাইপাসের ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি৷ দুর্ঘটনায় জখম হন ওসি।
এরপর বেশ কিছুক্ষণ ঘটনাস্থালে পড়েছিলেন তিনি । পরে পুলিশ এসে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে।
এদিকে এই বাইপাস রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে । রাস্তায় নজরদারি নেই বলে অভিযোগ। ফলে, নিত্যদিনই দুর্ঘটনা ঘটতে থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
সাত সকালে দুর্ঘটনা বেহালায়-
এদিকে ব্যস্ত সময়ে বাস দুর্ঘটনা বেহালায় (Behala)। ব্যস্ত সময়ে পর পর পুলকার, অ্যাপ ক্যাব গাড়ি এবং অটোতে ধাক্কা। তার পর সটান গিয়ে ধাক্কা মারে কংক্রিটের দেওয়ালে। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনেকে। বাসের চালক পলাতক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ (Behala Road Accident)।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বেহালার বকুলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে (Kolkata News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২/সি রুটের বাসটি শিবরামপুর থেকে চৌরাস্তার দিকে আসছিল বেসরকারি বাসটি। সেই সময় নতুনপাড়ার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই সময় বাসটির সামনে ছিল একটি পুলকার এবং অটো। প্রথমে পুলকারে ধাক্কা মারে বাসটি। অ্যাপ ক্যাব সংস্থা তার পর ধাক্কা মারে অটোতে। শেষমেশ রাস্তার পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে।