ব্রতদীপ ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী, কলকাতা: ব্যস্ত সময়ে বাস দুর্ঘটনা বেহালায় (Behala)। ব্যস্ত সময়ে পর পর পুলকার, অ্যাপ ক্যাব গাড়ি এবং অটোতে ধাক্কা। তার পর সটান গিয়ে ধাক্কা মারে কংক্রিটের দেওয়ালে। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনেকে। বাসের চালক পলাতক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ (Behala Road Accident)।
সাত সকালে দুর্ঘটনা বেহালায়
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বেহালার বকুলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে (Kolkata News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২/সি রুটের বাসটি শিবরামপুর থেকে চৌরাস্তার দিকে আসছিল বেসরকারি বাসটি। সেই সময় নতুনপাড়ার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই সময় বাসটির সামনে ছিল একটি পুলকার এবং অটো। প্রথমে পুলকারে ধাক্কা মারে বাসটি। অ্যাপ ক্যাব সংস্থা তার পর ধাক্কা মারে অটোতে। শেষমেশ রাস্তার পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুন: Hoogly News: 'আমাদের ১ জনের রক্ত ঝরলে ওদের ১০ জনের ঝরবে', হুঙ্কারে অভিযুক্ত বিজেপি নেতা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল অত্যধিক বেশি। তাতেই নিয়ন্ত্রণ হারানোর পর চালক পরিস্থিতি সামাল দিতে পারেননি। বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় পুলকারে ছিলেন পড়ুয়ারা। পুলকারের এক কর্মী চোট পেয়েছেন। অটোয় কোনও যাত্রী ছিলেন না। তবে চালক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি জনবহুল এলাকা। তাতে আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আরও অনেকেই আহত হতে পারতেন। কোনও রকমে অল্পের উপর দিয়ে রক্ষা হয়েছে। রেষারেষি করতে গিয়েই এই দুর্ঘটনা কিনা, প্রশ্ন উঠছে।
পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা বেহালায়
দুর্ঘটনার কার্যকারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পক দেন বাসের চালক। তাঁর খোঁজ চলছে। তবে এ দিন দুর্ঘটনার পর জনরোষ ফেটে পড়ে। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালান। এলাকায় বিক্ষোভও দেখান তাঁরা। তাতে পরিস্থিতি তেতে ওঠে। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।