সৌভিক মজুমদার ও আবীর ইসলাম, কলকাতা ও বীরভূম: বিশ্বভারতীতে শান্তি বজায় রাখতে গঠন করতে হবে কমিটি। বন্ধ করতে হবে বহিরাগতদের প্রবেশ। বিশ্বভারতী কাণ্ডের পর এই দাবিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। বিশ্বভারতীতে (Viswa Bharati) ছাত্র মৃত্যুর ঘটনায় সোমবার ওয়ার্ডেন ও আবাসিক পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


বারবার সমস্যা:
বারবার নানা সমস্যার জেরবার হয়েছে বিশ্বভারতী। কখনও হস্টেল (Hostel) বিতর্ক, কখনও অন্য কোনও কারণে পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয়। মেলার মাঠ ঘিরে দেওয়া বা পৌষমেলা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয়। একাধিকবার উপাচার্য এবং পড়ুয়াদের বিরোধে ধুন্ধুমার হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুতে ধুন্ধুমার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই ঘটনার প্রসঙ্গ তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। সেই কারণে প্রয়োজনীয় কমিটি তৈরি করার আবেদনও করা হয়েছে। পাশাপাশি সমস্যা এড়াতে পড়ুয়া বাদে বহিরাগতদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ বন্ধ করার আবেদনও করা হয়েছে।  


ছাত্র মৃত্য়ুতে উত্তাল:
হস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ওই ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পাল্টা পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন উপাচার্য। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপালও।


পরিবারের দাবি:
ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছেন মৃত ছাত্রের বাবা। এই আবহেই এবার জনস্বার্থ (PIL) মামলা দায়ের করে মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, গন্ডগোলের সময় কারও মৃত্যু হলে তার দায় কি উপাচার্যের? এর পিছনে বহিরাগত যোগও তো থাকতে পারে। চলতি সপ্তাহেই হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানির (Hearing) সম্ভাবনা রয়েছে। 


চলছে তদন্ত: 
যে হস্টেল থেকে পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়, সোমবার সেখানে গিয়ে ওয়ার্ডেন ও আবাসিক পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ (Police)।  


আরও পড়ুন:  তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকারের