কলকাতা: সিবিআই হাজিরা নিয়ে এবার সিবিআইকে শর্ত দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। একাধিকবার সিবিআই তলব পেয়েও শরীর অসুস্থ থাকার কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে যাননি অনুব্রত। এবার গরুপাচারকাণ্ড, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় হাজিরা নিয়ে অনুব্রত পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন সিবিআইকে।
কী শর্ত দিয়েছেন অনুব্রত?
আইনজীবী মারফত অনুব্রত চিঠি দিয়ে জানিয়েছেন, ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।
সিবিআই সূত্রে খবর, অনুব্রতর চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
বারবার গরহাজির:
শনিবার গরুপাচার মামলায় ষষ্ঠবার তলব করা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal)। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। সেখানে যাননি। রবিবারও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় CGO কমপ্লেক্সে যাননি তিনি। রবিবার অনুব্রত মন্ডলের আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না তিনি। ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার রাতে SSKM থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছাড়া পেতেই সিবিআইয়ের জোড়া তলব পান বীরভূমের তৃণমূল নেতা। তলব গিরে শনিবার বিকেল থেকেই টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শনিবার গরহাজির হওয়ায় রবিবার তিনি আদৌও ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের তলবে হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। সোমবার পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন অনুব্রত।
আরও পড়ুন: "রাস্তায় নেমে আন্দোলন করব,'' পাটশিল্প নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে সরব অর্জুন সিংহ