এরশাদ আলম, বীরভূম: এবার বড়সড় সাফল্য পেল বীরভূম (Birbhum) জেলা পুলিশ। প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করল পুলিশ। একই সঙ্গে একজনকে পাকড়াও করল দুবরাজপুর থানার (Dubrajpur) পুলিশ। 


নিশানা করা হচ্ছিল গত চার মাস ধরে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ট্র্যাক করে দুবরাজপুর থানার দ্বরবেশ মোড় থেকে মোটরবাইক সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১.৯ কেজি হেরোইন, ১.৫ কেজি আফিম এবং ৩.১ কেজি পোস্ত গুঁড়ো। এইসবের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। 


পুলিশের জালে ধৃত ব্যক্তির নাম বদরুজ্জামান ওরফে টাইগার। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দুবরাজপুর থানার খোজমহম্মদপুরে। কোথা থেকে এবং কীভাবে এই কারবার চলছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। এমনটাই জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী।


আরও পড়ুন: Durgapur News: বেআইনিভাবে টোল নেওয়ার অভিযোগে বিক্ষোভ, ধুন্ধুমার দুর্গাপুরের রাতুড়িয়ায়


অন্যদিকে বড়সড় ডাকাতির (Dacoity) ছক বানচাল করল মালদা (Malda) হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police Station)। গোপন সূত্রে পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকে হরিশ্চন্দ্রপুর এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। কিন্তু অবশেষে পুলিশের তৎপরতায় বানচাল হয় সেই ছক। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিংহ(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)।


কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) একটি মদের দোকানে ডাকাতি হয়। সেই ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। তারপরে আবার ডাকাতির ছক। কিন্তু এবার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল হল। ধৃতদের কাছ থেকে লোহার রড ধারালো ছুরি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তদের নামে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের প্রকৃত উদ্দেশ্য বা পরিকল্পনা কী ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।