গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: শান্তিনিকেতনের (shantiniketan) সোনাঝুরি খোয়াই হাটে মাস্ক অভিযান পুলিশের , ব্যবসায়ী সহ পর্যটক ৩০ জনকে আটক। অন্যদিকে মাস্ক পড়েই গান ধরেছে বাউল শিল্পীরা। বীরভূম (birbhum) জেলার পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট , শনিবার ও রবিবার এই দুদিন সোনাঝুরি হাট এ দেশ বিদেশের পর্যটক আসে ঘুরতে। প্রচুর মানুষের সমাগম হয় এই সোনাঝুরি খোয়াই হাটে , দূরত্ব বৃদ্ধির কোনও বালাই নেই। ঘুরিয়ে অনেকেই মাস্ক ছাড়াই বিকিকিনির কাজ করছে , বহু পর্যটক তাদের মুখে নেই মাস্ক। করোনা অতিমারির কালে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট এই ছবি কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করছে। নতুন করে আবারও কোভিদের প্রকোপ। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে সমস্ত স্তরের মানুষের মধ্যে। তাই অগ্রিম আরও সতর্ক হতে শান্তিনিকেতন থানার পুলিশের তরফ থেকে এদিন শান্তিনিকেতন খোয়াই হাটে অভিযান চালালো পুলিশ। অনেকেই মাস্ক ছাড়া ব্যবসা করছেন। শুধু ব্যবসায়ীদের মুখে মাস্ক নেই তা নয়। মাস্ক নেই দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের। তাই পুলিশ অভিযান চালিয়ে ৩০ জন আটক করল। পাশাপাশি অনেকের হাতে মাস্ক তুলে দিলেন। সোনাঝুরি খোয়াই হাটের বাউল শিল্পীরা মাস্ক পড়েই গান ধরেছে। মূলত বাউল শিল্পীরাও চরম আতঙ্কে বাউল শিল্পীরা জানাচ্ছেন দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই হাটে ঘুরতে আসে, মাস্ক পড়ার মূলত কারণ আমাদের সতর্ক না হলে আক্রান্ত হয়ে যাব। মাস্ক পড়েই গান করতে কোনও অসুবিধা হচ্ছে না। পুলিশের বক্তব্য মানুষ আগের তুলনায় অনেক সতর্ক রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে অভিযান চলছে।


এবার মুম্বইয়ে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-আক্রান্তের হদিশ পাওয়া গেল। কর্ণাটক, গুজরাতের পর মহারাষ্ট্রে ওমিক্রন-আক্রান্তের হদিশ মিলল।  ওমিক্রন-আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ফেরত মহারাষ্ট্রের বাসিন্দা। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে চতুর্থ ওমিক্রন-আক্রান্তের সন্ধান মিলল।


এর আগে এদিন গুজরাতের জামনগরে জিম্বাবোয়ে ফেরত একজনের শরীরে  ওমিক্রন ভাইরাসের সংক্রমণ থাকার কথা জানানো হয়। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওমিক্রন আক্রান্তের বয়স ৩৩। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। কল্যাণ-ডোম্বিভলির বাসিন্দা ওই ব্যক্তির শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে।