রামপুরহাট: কুমারড্ডায় শেকলাল শেখের বাড়িতে মিহিলালকে নিয়ে যাচ্ছে সিবিআই। রামপুরহাট হত্যাকাণ্ডে গতকালই মৃত্যু হয় শেকলালের স্ত্রী নাজিমার। সূত্রের খবর, গত সোমবার রাতে ঠিক কী হয়েছিল? জানতে চায় সিবিআই। পাশাপাশি রামপুরহাট থানার সাসপেন্ড হওয়া আইসিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন, জানতে চাইল সিবিআই। এদিকে ঘটনার রাতে রামপুরহাট থানার সিসি ফুটেজ সংগ্রহ করল সিবিআই।
সাসপেন্ড হওয়া আইসিকে জিজ্ঞাসাবাদ: এদিনই রামপুরহাটকাণ্ডে সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে বলে খবর সিবিআই সূত্রে।
ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ: ইতিমধ্যে রামপুরহাট থানার ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে থানার আধিকারিকদের গতিবিধি জানার পাশাপাশি থানায় বাইরের কেউ এসেছিলেন কি না, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আজ ফের রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করা হয়।
২১ মার্চের রাতে, বগটুই গ্রামে যখন একের পর এক বাড় দাউদাউ করে জ্বলছিল। তখন বীরভূমের উচ্চপদস্থ পুলিশকর্তারা গেস্ট হাউসে বৈঠক করছিলেন। রামপুরহাটের তৎকালীন SDPO’ও সেই বৈঠকে যোগ দেন। সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ তাঁদের এই তথ্য দিয়েছেন। রামপুরহাটকাণ্ডের তদন্তভার নেওয়ার পর, মঙ্গলবার তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রামপুরহাটের তৎকালীন SDPO দাবি করেছেন, ২১ মার্চ রাতে বাংলোয় ফিরে, তিনি বিস্ফোরণের শব্দ পান। বগটুই মোড়ে পৌঁছে দেখেন, সেখানে ভাদু শেখ খুন হয়ে গেছেন। এর পর সাড়ে ন’টা নাগাদ খবর আসে, বগটুই গ্রামে বাড়িতে আগুন ধরানো হয়েছে।
সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ তাঁদের কাছে দাবি করেছেন, এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তাঁকে গ্রাম থেকে বগটুই মোড়ের দিকে ডাকেন। ভাদু শেখের খুনের জায়গার আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে বলা হয়।
সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO দাবি করেছেন, রাত বারোটা নাগাদ জেলার আরেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সেখানে আসেন। তিনি সবাইকে নিয়ে একটা সরকারি গেস্ট হাউসে যান। গভীর রাত অবধি সেখানে তাঁদের বৈঠক চলে।