আবির ইসলাম, বীরভূম: কবিগুরুর স্মৃতিতে সংগ্রহশালা তৈরি ভারতীয় ডাক বিভাগের। সেটাও আবার বীরভূমের শান্তিনিকেতনে। বৃহস্পতিবার উদ্বোধন করা হয় শান্তিনিকেতন ডাকঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে তৈরি সংগ্রহশালার। এদিন সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি। এদিন এই সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি। উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, জেনারেল পোস্টমাস্টার নীরাজ কুমার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি সব ডাকটিকিটই প্রদর্শিত হবে এই ডাকঘরে। বিদেশেও একাধিক ডাকটিকিট তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে। সেগুলিও ওই সংগ্রহশালায় থাকবে বলে জানানো হয়েছে।
কী কী থাকবে সংগ্রহশালায়:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভারতে বহু ডাক টিকিট তৈরি হয়েছে৷ ভারত ছাড়াও, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, ভিয়েতনাম, রোমানিয়া, সুইডেন প্রভৃতি দেশেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ডাক টিকিট। সাধারণ মানুষের কাছে সেগুলি তুলে ধরতেই স্থায়ী সংগ্রহশালা তৈরি করল শান্তিনিকেতন ডাকঘর। 'ছায়াবীথি' নামক এই সংগ্রহশালায় শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, একাধিক বিশিষ্ট আশ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে ডাক টিকিট প্রদর্শনী। কণিকা বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, শান্তিদেব ঘোষ প্রমুখদের নিয়ে তৈরি ডাক টিকিট স্থান পেয়েছে এই প্রদর্শনীতে৷ এছাড়া, ডাক বিভাগের তরফে শান্তিনিকেতনের চর্মশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই শিল্পের প্রসার ঘটাতে প্রদর্শনীতে রয়েছে কিছু শিল্পকর্ম৷ শান্তিনিকেতন দেশ-বিদেশের পর্যটকদের পছন্দের জায়গা। প্রতিবছর বিভিন্ন সময় এখানে ভিড় জমান পর্যটকরা। নতুন এই উদ্যোগ সেই ভিড় আরও বাড়াবে বলে মনে করছেন পর্যটনশিল্পের সঙ্গে যুক্তরা।
রাজ্যের মুখ্য পোস্টমাস্টারের বার্তা:
রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি বলেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমরা স্থায়ী মিউজিয়াম করলাম৷ এখানে গুরুদেবের সমস্ত স্ট্যাম্প রয়েছে। চর্মশিল্পকেও আমরা গুরুত্ব দিয়েছি৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা করলাম আমরা।"
আরও পড়ুন: গবেষকের অস্বাভাবিক মৃত্যু, পাওয়া গিয়েছে সুইসাইড নোট