ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আমেরিকায় রহস্যজনকভাবে মৃত্যু হল সিউড়ির যুবকের। অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। মৃত যুবকের নাম অমরনাথ ঘোষ (Amarnath Ghosh)। উল্লেখ্য তাঁর মৃত্যু নিয়ে বিচার চেয়ে সরব হয়েছেন টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। অভিনেত্রীর কথায়, তাঁর বন্ধু অমরনাথ।


আমেরিকায় রহস্যজনক মৃত্যু সিউড়ির যুবকের, বিচার চাইলেন দেবলীনা ভট্টাচার্য


সিউড়ির যুবক, নৃত্যশিল্পী। পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। উদ্দেশ্য আরও ভাল করে নাচ শেখা এবং শেখানো। করছিলেন তাই। কিন্তু হঠাৎই সব শেষ হয়ে গেল। আচমকা বৃহস্পতিবার, সুদূর আমেরিকা থেকে ফোন এল সিউড়ির বাড়িতে, অমরনাথ ঘোষ আর নেই। ঠিক কী হয়েছিল? কী জানা যাচ্ছে পরিবারের সূত্রে?


সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীর বাসিন্দা অমরনাথ ঘোষ। জানা যাচ্ছে, ওই যুবক নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন। সেই কাজের জন্যই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। কয়েক বছর আগেই বাবার মৃত্যু হয়েছে, তারও আগে মারা গিয়েছেন মা, খবর পরিবার সূত্রে। বৃহস্পতিবার অমরনাথের কাকা ও কাকিমার কাছে ফোনে খবর আসে যে অমরনাথ ঘোষ মারা গিয়েছেন। তাঁর এক সঙ্গী বাড়িতে ফোন করে খবর দেন।


ঠিক কী জানানো হয় ফোনে? অমরনাথের কাকিমা জানান, বন্ধু ফোন করে জানায় প্রথমে অমরনাথকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। সেখানেই তাঁরা দেখেন যে অমরনাথের শরীর গুলিবিদ্ধ। ফলে তাঁদের আশঙ্কা, কেউ তাঁকে গুলি করে খুন করেছে। পরিবারের সদস্যরা এর থেকে আর বেশি কিছু জানেন না বলেই দাবি তাঁদের। হাঁটতে বেরিয়েই নাকি খুন হতে হয় অমরনাথকে, দাবি এমনই।


অন্যদিকে, এই খবর পেতেই অমরনাথ ঘোষের কাকা ও কাকিমা সিউড়ি থানা এবং সিউড়ি পৌরসভার দ্বারস্থ হন যাতে সত্যি ঘটনা সম্পর্কে তাঁরা জানতে পারেন। যদি সত্যিই অমরনাথ ঘোষ এইভাবে মারা গিয়ে থাকেন তাহলে তাঁর মৃতদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়, অনুরোধ পরিবারের। সিউড়ি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তাঁর কাছে অমরনাথ ঘোষের কাকা ও কাকিমা এসেছেন। তাঁরা প্রশাসনিকভাবে চেষ্টা চালাবেন যাতে সত্যিই যদি অমরনাথ ঘোষ মারা গিয়ে থাকেন তাহলে তাঁর মৃতদেহ যেন ফিরিয়ে আনা যায়। ওই যুবকের বাবা ও মা না থাকার কারণে এখন একমাত্র অভিভাবক হিসেবে মৃতদেহ দাবি করছেন তাঁর কাকা ও কাকিমা।


তবে কেবল অমরনাথের কাকা-কাকিমাই নন, বন্ধুর এমন রহস্যজনক মৃত্যুর খবরে শোকস্তব্ধ মুম্বইয়ের জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। শুক্রবার দুপুরে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার বন্ধু অমরনাথ ঘোষকে মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুই অ্যাকাডেমি সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করা হয়।' তিনি এও জানান যে তাঁর বন্ধুর মৃত্যুর কারণ, হত্যাকারীর বিবরণ কোনও কিছুই জানা যায়নি। বাবা-মা না থাকায় কয়েকজন বন্ধু ছাড়া লড়াই করার কেউ নেই বলে দাবি তাঁর। তিনি এও লেখেন যে মার্কিন মুলুকের বসবাসকারী কয়েকজন বন্ধু নিজেদের হাতে দেহ তুলে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই বিষয়েও কোনও আপডেট মেলেনি। এই পোস্টেই আমেরিকায় ভারতীয় দূতাবাসের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন অভিনেত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্যও প্রার্থনা করেছেন যাতে এই 'খুন'-এর নেপথ্যে কারণ জানতে পারা যায়। 


আরও পড়ুন: Ranveer-Deepika: ভিড় ঠেলতে হিমশিম, অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে গাড়িতে তুললেন রণবীর, 'অভাবনীয়', মন্তব্য নেটিজেনদের






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।