বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় উপছে পড়ে। দূর দূরান্ত থেকে আসেন সাধু-সন্ন্যাসীরা। তবে করোনা আবহে দু’বছর ধরে পরিচিত ভিড় উধাও। করোনা আবহে এবারও তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। আজ রাতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেবায়েতরা এতে অংশ নেবেন।
উল্লেখ্য, করোনা আবহে গত বছরের মতো এবছরও কৌশিকী অমাবস্যার দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ৬ দিন বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। গত ১৭ অগাস্ট, প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোভিডের কারণে গত বছরের মতো এবছরও কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।
সিদ্ধান্ত নেওয়া হয়, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। এদিনে তারাপীঠে লক্ষাধিক মানুষের জমায়েত হয়। কোভিড পরিস্থিতি যাতে এত মানুষের সমাগম না হতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
তবে, এই প্রেক্ষিতে ভক্তদের জন্য অনলাইনের মাধ্যেমে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। ভক্তদের জন্য মন্দির কমিটি অনলাইন পূজো দেওয়ার ব্যবস্থা রেখেছেন। ভিডিও কলের মাধ্যমে তারা মাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হবে বলে জানিয়েছেন মন্দির কমিটি।
কথিত আছে,কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এইদিন তারার মায়ের পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূন্যলাভ হয় এবং কুম্ভস্নান করা হয়।
এই বিশ্বাসে আজও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এবারও কৌশিকী আমাবস্যায় পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে।