ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও ঋত্বিক প্রধান, রামপুরহাট : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচি চলাকালীনই বীরভূমে (Birbhum) দলত্যাগ করলেন তিন তৃণমূল নেতা (TMC Leaders)। কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরেও কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন, তো কেউ বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলে ভরসা নেই বলেই দলত্যাগ বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


বীরভূম, কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর... পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলে ভাঙন ! বুধবারই, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'বীরভূমে কী হল ! ১১টার মধ্যে ১০ গোল খেয়েছে। আগামী নির্বাচনে ১১-০ হবে। সব আসন জিততেই হবে।'

তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে, অনুব্রতহীন বীরভূমে অভিষেকের সফর চলাকালীন দল ছাড়লেন ৩ তৃণমূল নেতা। দলে গুরুত্ব পাচ্ছেন না, এই অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন পাকুড়িয়া গ্রামের ৫ নম্বর সংসদের বুথ সভাপতি, বড়শাল অঞ্চল কমিটির সদস্য ও রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। তিন তৃণমূল নেতা ছাড়াও রামপুরহাটের ২০-২৫টি পরিবার এদিন দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠান বলে খবর সূত্রের। দলত্যাগী পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবি বলেন, দল আমাদের কোনও গুরুত্ব দিচ্ছে না। বারবার জানিয়েও লাভ হয়নি। তাই এই সিদ্ধান্ত।

অন্যদিকে, জঙ্গলমহলের বাঁকুড়া, যেখানে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল বিজেপি, সেখানে তৃণমূল ছাড়ল ২০টি আদিবাসী পরিবার। দিনকয়েক পরেই বাঁকুড়ায় পৌঁছবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। তার আগেই তৃণমূলের সংগঠনে ফাটল !
বৃহস্পতিবার, রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলে শতাধিক আদিবাসী তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। ঢেকো অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি
পুলক পাত্র বলেন, ভুল বুঝে গেছে ওরা। চেষ্টা করব ফেরাতে ।


এ প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক বিবেকানন্দ পাত্র বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এরাই আদিবাসীদের অপমান করছে। তাই বিজেপিতে যোগ দিচ্ছে।

বৃহস্পতিবারই, এগরা ১ নম্বর ব্লকের কসবা এলাকায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।


নির্বাচনের আগে জনসংযোগে শান দিতে কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির।