Anubrata Mandal: 'বেতন পাচ্ছেন না কর্মীরা', চাল কলের অ্যাকাউন্ট খুলতে তিহাড় থেকে আদালতে আবেদন অনুব্রতর

Anubrata to Court to open Rice Mill Account: বেতন পাচ্ছেন না কর্মীরা, চাল কলের অ্যাকাউন্ট খোলার জন্য তিহাড় থেকে আসানসোল আদালতে আবেদন করলেন অনুব্রত মণ্ডল।

Continues below advertisement

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: গরুপাচার মামলায় (Cattle Scam Case) গ্রেফতারির পর এমন মুহূর্ত খুব কমই এসেছে। একদিকে সামনে পঞ্চায়েত ভোট (Panchayat vote)। যখন অনুব্রতহীন বীরভূমে জনসংযোগ যাত্রায় ঝড় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই অন্য ছবি দেখা গেল। বেতন (Salary) পাচ্ছেন না কর্মীরা, চাল কলের অ্যাকাউন্ট খোলার জন্য তিহাড় থেকে আসানসোল আদালতে আবেদন করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।

Continues below advertisement

গরু পাচার মামলায় বৃহস্পতিবার, তিহাড় জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে আসানসোলের CBI আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে দেখে বিচারক জানতে চান, আপনাকে খুব ক্লান্ত লাগছে। অনুব্রতবাবু, কেমন আছেন? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, শরীর ভাল নেই। সব রকম অসুবিধা হচ্ছে। তখন বিচারক জানতে চান, (তিহাড়ে) ডাক্তার দেখছে তো? অনুব্রত মণ্ডল বলেন, ডাক্তার দেখাচ্ছি। জেলের মেডিক্যাল ওয়ার্ডে পড়ে আছি। এরপর বিচারক বলেন, বুঝতে পারছি।

এদিন দিল্লির তিহাড় জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও। তাঁকে উদ্দেশ্য করে বিচারক বলেন, (সায়গলের) বাড়ি থেকে যে গয়না উদ্ধার হয়েছে, তার রিপোর্ট অর্ধেক এসেছে।এরপর, সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক বলেন, গয়নার রিপোর্টটা কী হল? সরকারি আইনজীবী বলেন, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে জানাচ্ছি। এরপর সায়গল হোসেন বলেন, আমিও বিষয়টি দেখেছি। অনেকদিন ধরেই বিষয়টা আটকে আছে। এবার দ্রুত ব্যবস্থা হবে।

তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে সরকারি আইনজীবী বলেন, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা হয়েছে, পরবর্তী শুনানির দিন সম্পূর্ণ রিপোর্ট জমা করা হবে।এই কথোপকথন শেষ হতেই, বিচারককে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেন, রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দিন। তখন বিচারক বলেন, কোন রাইস মিল? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ভোলে ব্যোম রাইস মিল।  চাল কলের ২টো অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়, শ্রমিকরা টাকা পাচ্ছেন না। ২০০ জন শ্রমিক আছে। জিনিসপত্র নষ্ট হচ্ছে, চুরি হচ্ছে।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

এরপর বিচারক বলেন, আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার এবং CBI দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭ জুন, এই মামলার পরবর্তী শুনানি হবে।অর্ডার কপিতে অনুব্রত মণ্ডলকে সব রকম চিকিৎসা ব্যবস্থা করার জন্য তিহারের জেল সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

Continues below advertisement
Sponsored Links by Taboola