নানুর : শুভেন্দু অধিকারীর ‘ওষুধ’ প্রয়োগ হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মঙ্গলবার কীর্ণাহারের সভা থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন, 'আমি এই অসুখও জানি, আরও ওষুধও জানি'। সে নিয়ে পাল্টা শুভেন্দুকে বিঁধলেন কাজল শেখ। তাঁকে, 'কীর্ণাহারের বিখ্যাত মন্ডা ও সিউড়ির বিখ্যাত মোরব্বা' খাওয়ানোর কথা বললেন তৃণমূল নেতা। মঙ্গলবারের সভা থেকে শুভেন্দু অধিকারী এও বলেছিলেন, তিনি ১৫ দিন অন্তর নানুরে আসবেন। তার জবাবও বিরোধী দলনেতাকে দেন কাজল।
কাজল বলেন, "উনি বলেছেন, শুভেন্দু দাদা ১৫ দিন অন্তর বীরভূম জেলায় আসবেন। স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কীর্ণাহারে। আপনাকে কীর্ণাহারের বিখ্যাত মন্ডা খাওয়াব। আসুন সিউড়িতে। সিউড়ির মোরব্বা বিখ্যাত। আপনাকে খাওয়াব। আর একটা কথা বলে রাখি, শুধু ১৫ দিন অন্তর এসে মানুষকে ভুল বোঝানো হবে না, অর্থ দিয়ে মানুষ ভুল পথে পরিচালিত করলে হবে না। ধর্মের সুড়সুড়ি দিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না। যেদিন গণনা হবে, সেদিনও আসবেন। মন্ডা এবং সিউড়ির মোরব্বা বেঁধে দেব। কারণ, একটাও সিট আপনি পাবেন না। বীরভূম জেলায় যে ১১টা সিট আছে, ১১টাই মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে উঠবে। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল। ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল।"
আগের দিনের সভায় কী বলেছিলেন শুভেন্দু ?
বিরোধী দলনেতা বলেন, "দেখা হবে। কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই...তোমাদের দুজনের সঙ্গে আমার দেখা হবে। চিন্তা করবেন না। আমি এই অসুখও জানি, আরও ওষুধও জানি। রাজনৈতিক ওষুধ বলছি। অরাজনৈতিক কথা আমি বলি না। ২২ তারিখে বড়ঞায় ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন, যদি সম্ভব হয় যাবেন। দেখা হবে।"
দিনকয়েক আগে বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই চরমে ওঠে তৃণমূলের কোন্দল। সাংসদের সামনেই দলের একাংশের হাতে বেধড়ক মার খান তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই দ্বন্দ্বের নেপথ্য়েও সেই অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ গোষ্ঠীর লড়াই। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বৃহস্পতিবার, সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতে SIR ক্য়াম্প পরিদর্শনে গিয়েছিলেন শতাব্দী রায়। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি। অভিযোগ, তৃণমূল সাংসদের সামনেই হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায়,সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের লোকজন। নুরুল ইসলাম কাজল শেখের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর।