ভাস্কর মুখোপাধ্যায় ও রানা দাস, বীরভূম : বীরভূমের নলহাটিতে তৃণমূলের BLA-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিংয়ের অভিযোগ উঠেছে BLO-র বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায়, তৃণমূল নেত্রীর বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। 

Continues below advertisement

আরও পড়ুন, ছুটির সকালে আকাশ পরিষ্কার, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কেমন থাকবে আবহাওয়া ?

কোথাও তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে ফর্ম বিলি। কোথাও ICDS কেন্দ্র থেকে ফর্ম বিলির অভিযোগ! রাজ্যে SIR শুরু হতেই দিকে দিকে নিয়মভঙ্গের অভিযোগ সামনে আসছে। বীরভূমের নলহাাটিতে রাতের অন্ধকারে তৃণমূলের বিএলএ-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিংয়ের অভিযোগ উঠেছে বিএলও-র বিরুদ্ধে। খবর পেয়ে দলের কর্মীদের নিয়ে নলহাটির ১৫৯ নম্বর বুথের বিএলও, আমিনা বেগমের বাড়িতে যান বিজেপির বিএলএ। 

Continues below advertisement

আমিনা বেগম, BLO, বুথ ১৫৯, নলহাটি: সর্টিংটা BLO করবে? আর বিলি করবে এজেন্ট? সর্টিংও করবে BLA। প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করবে। বিজেপি কর্মী: প্রত্যেকটা কাজে নয়, বেরনোর সময় থাকবে শুধু।আমিনা বেগম, BLO, বুথ ১৫৯, নলহাটি: রেকর্ডিং করছেন তো, করুন। বিজেপি কর্মী: রাতের বেলা সর্টিং করার জন্য BLA আসবে না। BLA, বুথ লেভেল এজেন্ট রাতের বেলা সর্টিং করার জন্য আপনার বাড়িতে আসবে না।  বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে হম্বিতম্বি করেন তৃণমূলের বুথ লেভেল এজেন্টও।তৃণমূলের BLA দেবেশ দাস বলেন,আমি বলছি, তৃণমূল নেতা বলছি আমি, তুমি রেকর্ড করো...তুই রেকর্ড কর, তারপর দেখছি আমি কী করছি...এই ভিডিও-কে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের BLA-2 কে দিয়ে BLO নিজের ঘরে বসে সমস্ত সর্টিং করে অবৈধ ভোটারদের নাম ঢোকাতে চাইছেন। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট BLO-কে শোকজ করার দাবি জানাচ্ছি। প্রশ্ন : বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলের BLA সেখানে ছিলেন।আমিনা বেগম, BLO, বুথ ১৫৯, নলহাটি: হ্যাঁ, তৃণমূলের BLA এগিয়ে এসেছেন। আমাকে সাহায্য করেছেন। 

অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায়, কল্যাণপুর পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে,  তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। কল্য়াণপুরে  বাসিন্দা  সমীর দাঁ বলেন,  তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল। আমরা প্রতিবেশী হিসেবে বিরোধিতা করি। ' কালনা কল্য়াণপুর পঞ্চায়েত ১৭২ নম্বর বুথ BLO  পীযূষ মুর্মু বলেন, কালকে আমি বেরিয়েছিলাম সন্ধেবেলা ফর্ম বিলি করার জন্য। ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ফর্মগুলো আমি শর্টিং করছিলাম। সেখানে কোনওরকম কোনও ফর্ম বিলি হয়নি। কালকে যেহেতু আলোর একটু অভাব ছিল ওইজন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি।  এনিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। বিজেপি নেতা সুভাষ পাল বলেন, কালনা এটা সরকারি নিয়ম বিরোধী। এরকম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের উর্ধ্বতন নেতৃত্বকে জানাব। কালনা কল্য়াণপুর তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি  আরতি মিশ্র বলেন, আমরা পাড়ায় চাটাই পেতে বসে, সবাইকে খবর দেওয়া হয়েছে এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে স্ক্য়ান করে নেবে। তারপর বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। নিয়ম বিরোধী আমরা করিনি। ওঁর সুবিধাটা আমরা একটু দেখেছি। কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিএলও-কে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও অভিযোগ এলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।