অমিতাভ রথ, পূর্ণেন্দু সিংহ, আবির ইসলাম, বীরভূম: মাওবাদী অভিযোগে বীরভূমের (Birbhum) বোলপুর (Bolpur) ও শান্তিনিকেতন (Shantiniketan) থেকে ২ যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার পুলিশ। ধৃতদের নাম টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামী। মুস্তাফা কামাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University) অর্থনীতির প্রাক্তন ছাত্র আর অর্কদীপ বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে মাওবাদীদের নামে পোস্টার ও নথিপত্র উদ্ধার হয়েছে। যদিও ধৃতদের দাবি, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। 


কোন সূত্রে গ্রেফতার: পুলিশ সূত্রে খবর, এ বছরের জানুয়ারিতে বাঁকুড়ার বারিকুল এলাকা থেকে মাওবাদী পোস্টারসহ শিবু মুর্মুসহ ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরা করেই মুস্তাফা ও অর্কদীপের খোঁজ মেলে। ধৃতদের আজ খাতরা মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 


আরও পড়ুন: Howrah News : নাগরদোলায় কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পঞ্চাশ ফুট উপর থেকে পড়লেন শ্রমিকরা !


যুবককে গুলি করে বাইক ছিনতাই: জঙ্গলমহলে হাই অ্যালার্টের মধ্যেই শনিবার ঝাড়গ্রামে যুবককে গুলি করে বাইক ছিনতাই।  একাধিক জায়গায় মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। সোমবারও ঝাড়গ্রামে মিলেছে মাওবাদী পোস্টার। জঙ্গলমহলে এই মাওবাদী আতঙ্কের মধ্যেই বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ   


মাওবাদী সন্দেহে গ্রেফতার: বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করল ২ ছাত্রকে। ধৃতদের একজন, টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল বিশ্বভারতী বিশ্বভারতীর অর্থনীতির প্রাক্তন ছাত্র। দ্বিতীয়জন, অর্কদীপ গোস্বামী বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কাজের জন্য জমায়েত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। 


বীরভূম থেকে সন্দেহভাজন মাওবাদীদের কোন সূত্রে বারিকুল থানার পুলিশ গ্রেফতার করল? পুলিশ সূত্রে খবর, গত ২৭ জানুয়ারি বাঁকুড়ার বারিকুলে মাওবাদী সন্দেহে শিবু মুর্মু সহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করেই বীরভূমে মুস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামীর হদিশ মেলে। 
অবশেষে রবিবার বোলপুরের সুকান্তপল্লির ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় অর্কদীপ গোস্বামীকে। 


শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে মুস্তাফা কামালকে। যদিও ধৃতদের দাবি, তাঁদের মিথ্যে অভিযোগে ধরা হয়েছে।আজ খাতরা মহকুমা আদালতে তোলা হয়। বোলপুরের সুকান্তপল্লি থেকে গ্রেফতার অর্কদীপ গোস্বামী  র্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র। শান্তিনিকেতন গুরুপল্লিতে ভাড়া থাকত। বাড়ি কলকাতায়। 


অন্যদিকে টিপু সুলতান মুস্তাফা কামাল বিশ্বভারতী অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র। গতকাল বেলা ১২টা নাগাদ বারিকুল থানার পুলিশ এসে শান্তিনিকতের পশ্চিম গুরুপল্লির বাড়ি থেকে গ্রেফতার করে।  এর আগে আরও দু’বার মাওবাদী সন্দেহে পুলিস গ্রেফতার হয়েছিল সে। ২০১৯ সালে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ গ্রেফতার করেছিল। পরে জানমিনে টচাড়া পান টিপু। ২০২১ ঝাড়গ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে সেই মামলাতেও তিনি জামিন পান।