পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহা, বগটুই (বীরভূম) : বারুদের স্তূপে বগটুই! এবার রামপুরহাটের বগটুই গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও। মাটি খুঁড়ে বালতির মধ্যে বোমা উদ্ধার হয়। কাঠের পাটাতন দিয়ে ঢেকে তার ওপর মাটি চাপা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে। প্রসঙ্গত, গতকাল সকাল থেকেই বোমার মজুত থাকার খোঁজ পেয়ে তল্লাশি শুরু হয়েছিল।
রামপুরহাট হত্যাকাণ্ড
২১ মার্চের রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে রামপুরহাটের বগটুই গ্রামে। দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। যার কিছুক্ষণ আগে খুন হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। যে খুনের আক্রোশ নিতেই কি ভাদু অনুগামীরা পাল্টা আগুন লাগিয়ে দিয়েছিল গ্রামে বিরোধী বলে পরিচিতদের বাড়িতে? সেই নিয়েই চলছে তোলপাড়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারীদের তরফে মনে করা হচ্ছে, রামপুরহাট হাসপাতাল, বগটুই মোড় ও ভাদু শেখের বাড়ির কাছে থাকা তিনটি সিসিটিভি-র ফুটেজেই লুকিয়ে রয়েছে রাজ্যকে নাড়িয়ে দেওয়া রামপুরহাট হত্যাকাণ্ডের যাবতীয় সূত্র।
কী কী উত্তরের খোঁজে সিবিআই
সেদিন কি কোনও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল? না কি, বাইরে থেকে বোমা মারায় ঘরে আগুন ধরে গেছিল? সবাইকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল? রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে, এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন CBI’র গোয়েন্দারা। ইতিমধ্যে ভয়াবহ সেই ঘটনার দু’সপ্তাহের মাথায় বগটুই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার দিন নিহত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের অনুগামীরা ২টি টোটো ও একটি বাইকে করে পেট্রোল ও বোমা এনে হামলা করেছিল। সেই টোটো ও বাইক বগটুইয়ের পাশের গ্রাম কুমাড্ডায় ফেলে চলে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন- আলিয়ার উপাচার্যকে অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি টিএমসিপি-র প্রাক্তন ছাত্র নেতার!