কলকাতা : গরুপাচার মামলায় ( Cow Smuggling )  অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) গ্রেফতারের পর এবার সিবিআইয়ের (CBI ) নজরে বোলপুর ( Bolpur ) মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। এর আগে চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। সরকারি চিকিত্সক দাবি করেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেন। শুক্রবার বোলপুরের সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর  ( Dr Chandranath Ahikari ) বয়ান রেকর্ড করে সিবিআই  । চিকিত্সকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ জনের দল যায় চিকিত্সকের বাড়িতে । তিনি জানান, আগে যা বলেছিলাম, সিবিআই-কেও তাই বলেছি।


আগে কী জানিয়ে ছিলেন ডা. চন্দ্রনাথ ?
কিছুদিন আগেই বীরভূম থেকে এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য এসেছিলেন অনুব্রত মণ্ডল  (Anubrata Mandal) । সিবিআই সমন উপেক্ষা করে কলকাতায় আসা অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার দরকার নেই বলেই জানিয়ে দিয়েছিল এসএসকেএমের ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। তার পরের দিনই অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁকে দেখতে যান বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সকালের দিনে তিনি বলেছিলেন, উদ্বেগ ও ডিপ্রেসনে থাকা অনুব্রতকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যদিও সেদিন রাতেই বিস্ফোরক দাবি করেছিলেন তিনি।


অনুব্রত মণ্ডলকে জেরা
এর পাশাপাশি, আজ সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের।


গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের
বীরভূমের ইলামবাজারের গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের। সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন, অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না। কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন? মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে। এছাড়াও জানতে চাওয়া হবে অনুব্রতর আয়ের উত্স। 


আরও পড়ুন :


রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...