ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কি ফের বারুদের স্তূপে বীরভূম (Birbhum)? একই দিনে পর পর যে ভাবে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল, তার পর এই প্রশ্নই নতুন করে ঘোরাফেরা করছে। রামপুরহাট (Rampurhat), কাঁকড়াতলা থানার বড়রা গ্রাম, লোকপুর থানার বারাবন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বোমা, দেশি পাইপ গান, কার্তুজ। 


কী ঘটল?
এদিন রামপুরহাটের নারায়ণপুর গ্রামের মাঠ থেকে দু'ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, ঝোপের মধ্যে দু'টি প্লাস্টিকের ড্রামে বোমাগুলি রাখা ছিল। বৃহস্পতিবার  সকালে পুলিশ খবর পেয়ে ড্রাম দু'টি উদ্ধার করে। পুলিশ বোমা ভর্তি ড্রাম দুটি ঘিরে রেখেছে। বম্ব স্কোয়াডকে সত্বর খবর দেওয়া হয়। দু'টি ড্রামে আনুমানিক ৩০টি তাজা বোমা রয়েছে। একই দিনে আবার লোকপুর থানার বারাবন জঙ্গলে ২২টি বোমা উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালালে এই বোমাগুলি উদ্ধার হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যত্র, কাঁকড়তলা থানার ঝাড়খণ্ড লাগোয়া বড়রা গ্রামের কাছে বৃহস্পতিবার ভোর রাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে একটি দেশি পাইপ গান-সহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সূত্রের খবর, বড়রা গ্রামের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য আসা এই দুই দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে কাঁকড়তলা থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম শেখ রাজা (২২)  এবং  শেখ আলাউদ্দিন ওরফে শেখ লাদেন (২২)। বাড়ি ঝাড়খণ্ডের ঘোড়ামারায়। দ্বিতীয় জনের বাড়ি কাঁকড়তলা। অভিযুক্তদের আজই দুবরাজপুর আদালতে তোলার কথা। 


মার্চেও এক ঘটনা...
মাসদুয়েক আগেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল বীরভূমে। সে বার মারগ্রাম থানা এলাকার বীরভূম-মুর্শিদাবাদ জেলার সীমান্তে এই ঘটনা প্রকাশ্যে আসে। এত পরিমাণ অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ? তদন্ত শুরু করে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় হনহনিয়ে বোম স্কোয়াডের ভারী বুটের দৃশ্য সামনে এসেছে সংবাদমাধ্য়মে। সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাদেরও। এমন কি অতীতে রাজনৈতিক নেতার বাড়িতেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।  মার্চের ঘটনার আগে পাড়ুই থানার ভেড়ামারি গ্রাম থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ। বোমা যেখান থেকে উদ্ধার করা হয়, সেই এলাকা প্রথমে ঘিরে রেখেছিল পুলিশ ।


আরও পড়ুন:জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?