গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  বিভিন্ন সময়ে বোলপুরে এলেই চাপ,মুড়ি খান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চপ, মুড়ি প্রীতি সম্পর্কে বেশ ভালই জানেন তাঁর প্রিয় 'কেষ্ট' অর্থাৎ বীরভূম (Birbhum) জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাই সুযোগ পেয়েই প্রিয় 'দিদি'র জন্য চপ, মুড়ি নিয়ে এলেন অনুব্রত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মালদা সফরের আগে বোলপুর স্টেশনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চপ, মুড়ি তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এদিন বীরভূম (Birbhum) জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জেলা জেলাশাসক বিধান রায় অন্যান্য পুলিশ আধিকারিক ও তৃণমূল কর্মী সমর্থকরা।

  


মুখ্যমন্ত্রী যে জনশতাব্দী এক্সপ্রেসে যাচ্ছেন, তা এদিন বিকেল ৪টে নাগাদ বোলপুরে পৌঁছোয়। কয়েক মিনিটের স্টপেজ ছিল। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের চপ মুড়ি তাঁকে তুলে দেন অনুব্রত মণ্ডল। এদিন ট্রেন বোলপুর ছাড়ার আগে অল্প সময়ের সক্ষাতে অনুব্রত মণ্ডলকে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 


 নাগাল্যান্ডে (nagaland) গুলি চালানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। এছাড়া এই ঘটনায় মর্মাহত কেন্দ্রীয় বাহিনী, এমনটাই লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (home minister) অমিত শাহ। তিনি বলেন, ''জঙ্গি-তথ্য পেয়েই অভিযান চালায় সেনা বাহিনী। সেই সময় ওই এলাকায় একটি গাড়ি ঢুকে পড়ে। থামতে বললে গতি বাড়িয়ে পালাতে যায় গাড়িট। জঙ্গি সন্দেহে গাড়িতে গুলি চালায় সেনা। গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। পাল্টা সেনা চৌকিতে হামলা চালায় স্থানীয়রা। বাহিনীর একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আত্মরক্ষার্থে ফের গুলি চালাতে হয়।  বাহিনীকে। ফের মৃত্যু হয় ৭ গ্রামবাসীর।


নাগাল্যান্ড (nagaland)-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ (police)। এফআইআরে উল্লেখ, স্থানীয় পুলিশকে না জানিয়ে, তাদের সাহায্য না চেয়েই অভিযান চালানো হয়। সাধারণ নাগরিকদের খুন ও আহত করাই ছিল নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য। অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ নাগাল্যান্ড পুলিশের। এদিকে, মন জেলায় জারি হয়েছে কার্ফু। এদিন নিহত গ্রামবাসীদের শেষকৃত্যে যোগ দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ু। অন্যদিকে, নাগাল্যান্ড-গুলিকাণ্ডের জেরে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 


আরও পড়ুন: আবহাওয়ার উন্নতি, পর্যটকদের ভিড়, দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে দিঘা সি বিচ