ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ৩০ ঘণ্টা কেটে গেলেও খোঁজ নেই বীরভূমের (birbhum) সিউড়ির (siuri) নিখোঁজ শিশুর (missing child)। কোথায় গিয়েছে সে? খোঁজ পেতে ১৮ নম্বর ওয়ার্ডের একাংশে ড্রোন (drone) উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যদিও পরিবারের দাবি, বাচ্চাটিকে অপহরণ (kidnapping) করা হয়েছে। 


কী ঘটেছিল?
তদন্তকারীরা জেনেছেন, ঘটনার আগেই সম্ভবত মা-র হাতে মারধর খেয়েছিল শিশুটি। সম্ভবত ২০ টাকার একটি নোট সে ছিঁড়ে ফেলে। সে কারণেই তাকে মেরেছিলেন মা। তার পরই বাড়ি থেকে পালায় শিশুটি। কিন্তু কোথায় গিয়েছে সে? তল্লাশির জন্য পুলিশ-কুকুর দিয়ে একপ্রস্ত অনুসন্ধান চালানো হয়েছে আজ। তাতে দেখা যাচ্ছে, কোনও সূত্র ধরেই সম্ভবত শিশুটির বাড়ি থেকে স্টেশনের দিকে চলে যায় পুলিশ কুকুরটি। তদন্তকারীদের ধারণা, সম্ভবত ওই নিখোঁজ শিশু বাড়ি থেকে স্টেশনের দিকেই চলে গিয়েছিল। তার পর হয় সে নিজেই ট্রেনে ওঠে বা তাকে ট্রেনে তোলা হয়। রেলের নির্ঘণ্ট বলছে, ওই স্টেশন দিয়ে সকাল ৭টা ১০ মিনিটে একটি রামপুরহাট লোকাল যাওয়ার কথা ছিল। তা হলে কি তাতেই চড়ে বসেছিল বাচ্চাটি? এখনও ধোঁয়াশা ঢাকা। আপাতত তার বাড়ির পিছনে যে জঙ্গল রয়েছে, সেখান থেকেও সূত্রের সন্ধানে ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি। এদিকে গত কালই শিশু নিখোঁজের খবর মেলার পর সিভিল ডিফেন্স কর্মীরা এলাকার পুকুরগুলিতে তল্লাশি চালিয়েছিলেন। এখন প্রশ্ন একটাই। কোথায় গেল বাচ্চাটি? সিউড়ির এই ঘটনা হালে শান্তিনিকেতনের একটি হাড় হিম করা খবর মনে করিয়ে দিচ্ছে অনেককে।


ফিরে আসছে শান্তিনিকেতনের স্মৃতি...
সেপ্টেম্বরেই ওই ঘটনাতেও ৫ বছরের এক শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। খবর ছড়াতেই রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিনিকেতন। নিখোঁজ হওয়ার দুদিন পর এক প্রতিবেশীর বাড়ির ছাদে দেহ মেলে শিশুটির। পারিবারিক বিবাদেই তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয় নিহতের পরিবারের তরফে। বাড়ির পাশে দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বাচ্চাটি। তার পর ওই পরিণতি। উত্তেজিত জনতা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের বাড়িতে। এক্ষেত্রে কী হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে যত সময় গড়াচ্ছে, তত যেন উদ্বেগের ভাঁজ চওড়া হচ্ছে স্বজন ও পাড়া প্রতিবেশিদের।


আরও পড়ুন:বোর্ড প্রেসিডেন্ট পদে আর দেখা যাবে না সৌরভকে? প্রার্থী হিসাবে থাকছে চমক, খবর সূত্রের