ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের (Birbhum) দু’ দিনে ৪ জায়াগায় ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ (Police)। কয়লা পাচার (Coal Smuggling) ও বেআইনিভাবে মজুতের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়লা কোথায় পাচারের ছক ছিল? খতিয়ে দেখছে পুলিশ।  


নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার ইস্যুতে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হচ্ছেন হেভিওয়েটরা। তারপরও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) খাসতালুক বীরভূমে ফের কয়লা পাচার অভিযোগ উঠল। দু’ দিনে ৪ জায়গায় ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ।                         


কোথাও বাইকে, কোথাও লরিতে, কোথাও আবার ট্রাক্টরে টন টন কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, শনিবার সদাইপুরে মোটরবাইকে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় তাড়া করে পাচারকারীদের ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৪ টন কয়লা। ওই দিনই নানুরের পালিতপুরে কয়লা বোঝাই ৪টি লরি আটক করা হয়। প্রায় ১০০ টন কয়লা উদ্ধার করে পুলিশ। 


আরও পড়ুন, রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের


এরপর রবিবারেও নলহাটির সরধা গ্রামে অভিযান চালায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, সেখানেও ট্রাক্টর থেকে প্রায় ১৮ টন কয়লা উদ্ধার করা হয়। সেদিনই কাঁকড়তলাতে এক ইটভাটা ব্যবসায়ী সাগর মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ টন কয়লা। কয়লা পাচার ও বেআইনি মজুতের অভিযোগে ৪ জায়গা থেকে ২ দিনে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।                                      


এ প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি স্বরূপরতন সিন্হা বলেন, "এটা আইওয়াশ। এর থেকে অনেক বেশী কয়লা পাচার হচ্ছে।" অন্যদিকে, বীরভূমের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "বেআইনি কয়লা চালানো যাবে না । সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।" 


ওই বিপুল পরিমাণ কয়লা কোথা থেকে আসছিল? কোথায় তা পাচারের ছক ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।