গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: কলেজ খোলার আনন্দে আনা হল ব্যান্ড পার্টি। চলল আবির খেলা! বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) কলেজে তৃণমূল (TMC) ছাত্র পরিষদের এমন আয়োজন ঘিরে বেধেছে বিতর্ক। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে খোঁচা দিয়েছে বামেরা (CPIM)। যদিও অধ্যক্ষের সাফাই, কলেজ চত্বরে এমন কিছু ঘটেনি।


ব্যান্ড পার্টির তালে নাচ, সঙ্গে আবির খেলা, হল মিষ্টিমুখও...করোনা বিধি মেনে মঙ্গলবার রাজ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের রামপুরহাট কলেজের সামনে এভাবেই চলল সেলিব্রেশন। করোনা আবহে দীর্ঘদিন পর কলেজ খোলায়, পড়ুয়াদের স্বাগত জানাতে এদিন এমনই আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক।


সংক্রমণ এড়াতে নানা বিধি মানার নির্দেশে দেওয়া হলেও, রামপুরহাট কলেজের সামনে তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্যোগে গা শারীরিক দূরত্ববিধি উড়িয়ে চলল আবির খেলা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।                


আরও পড়ুন, আগরতলা পুরসভার জন্য ‘নবরত্ন’ কর্মসূচি ঘোষণা তৃণমূলের, রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি


রামপুরহাট কলেজের তৃণমূল নেতা ভিকি আলি বলেন, "আমরা সবুজ একটু আবির খেলেছি। স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে। হয়তো আবেগের বশে একটু ভুল হয়ে গেছে।" যদিও  এসএফআইএর তরফে বলা হয়, এটাই তৃণমূলের সংস্কৃতি। এসএফআই নেতা ইউসুফ আলি বলেন, তৃণমূল কংগ্রেসের এটাই ওদের সংস্কৃতি। তাই জন্য এমন সব ঘটনা ঘটছে।             


ঘটনার সমালোচনা শুরু হলেও, টিএমসিপি নেতারা ভুল স্বীকার করলেও কলেজ কর্তৃপক্ষের সাফাই, ক্যাম্পাসের মধ্যে এমন কিছু ঘটেনি।  রামপুরহাট কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব মুখোপাধ্যায় বলেন, "কলেজ ক্যাম্পাসে দেখিনি। বাইরে হয়তো হয়েছে। চেষ্টা করছি তারা যাতে নিয়ম মেনে। সবাইকে বলছি মাস্ক পরার।" 


রামপুরহাট কলেজে ভিড় কমাতে ঘুরিয়ে-ফিরিয়ে পড়ুয়াদের আনার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারপরেও এদিন বেশ কিছু ছাত্র-ছাত্রী কলেজে আসেন। তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।