গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: নভেম্বর বিপ্লবের পতাকা লাগানোর সময় বীরভূমের নানুরের বালিগুলি গ্রামে সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম বাদল শেখ (৬০)। ওই সিপিএম কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।


‘সিপিএম করত বলেই তৃণমূলকর্মীদের হামলা’, অভিযোগ পরিবারের। যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 


নানুরের বালিগুণী গ্রামে গতকাল নভেম্বর দিবস উপলক্ষে সিপিএম কার্যালয়ে পতাকা উত্তোলন হচ্ছিল৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম কর্মী বাদল শেখ৷ অভিযোগ, দলীয় কর্মসূচি শেষে তৃণমূলের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে পাঠায়। তৃণমূল কার্যালয়ের কাছে ডেকে এনে বেধড়ক মারধর করা হয়। এমনকী, গুরুতর আহত হলেও, বাড়ি থেকে হাসপাতালে যেতে দেয়নি তৃণমূলের লোকজন৷ পরে খবর পেয়ে নানুর থানার পুলিশ এসে বাদল শেখকে বাড়ি থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ পরে হাসপাতালে আসেন সিপিআইএমের নানুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান সহ দলের নেতারা৷ 


তৃণলের লোকজন ডেকে নিয়ে গিয়ে মেরেছে এমনটাই অভিযোগ নিহতের স্ত্রী জরিনা বিবির৷ সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান বলেন, "তৃণমূলের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আমাদের কর্মীকে খুন করেছে৷ আমরা চাই দোষীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নিক পুলিশ৷ বৃদ্ধ কর্মীকে এভাবে মারা হয়েছে৷ পুলিশ যেন কাউকে না ছাড়ে এই দাবি আমাদের।"


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। 


অন্যদিকে বীরভূমে আক্রান্ত হলেন এক NVF কর্মী। সদাইপুর থানায় কর্মরত ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের কর্মী মহম্মদ শাহজাহান, রবিবার থানা থেকে ডিউটি করে নানুরের বাড়িতে ফিরছিলেন। তাঁর দাবি, চলন্ত বাসে কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধূমপান করছিলেন। প্রতিবাদ করায় চার যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ।


মুখের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন ওই NVF কর্মী মহম্মদ শাহজাহান। ভেঙে ফেলা হয় তাঁর মোবাইল ফোন, সানগ্লাস। এই ঘটনার কথা জানিয়ে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত NVF কর্মী।