গোপাল চট্টোপাধ্যায়, সিউড়ি: সংক্রমণের জের। আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে সিউড়ির স্কুল। একাদশ শ্রেণি করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত সিউড়ি কালীগতি স্মৃতি শিক্ষা নিকেতন বিদ্যালয়ের। অন্যদিকে করোনা আক্রান্ত নানুর টি কে এম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ শিক্ষিকা। স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
সূত্রের খবর, ওই ছাত্রীর করোনা (Corona) রিপোর্ট পজিটিভ আসার পর তার পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়কে জানানো হয়। এরপর সুরক্ষার্থে মঙ্গলবার পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিদ্যালয়ের (School) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জামিলা বুলান আখতারি জানান, আগামী সোমবার এবং মঙ্গলবার বিদ্যালয়ে একটি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ছাত্রীদের এবং শিক্ষিকাদের করোনা পরীক্ষা করা হবে। এদিকে আগামী ১৫ তারিখ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতি কীভাবে হবে টেস্ট পরীক্ষা (Test Exam) তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, বীরভূমের (Birbhum) নানুরের নানুর টি কে এম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ইতিমধ্যেই সাতজন শিক্ষিকা করোনা আক্রান্ত। করোনা পজিটিভ রিপোর্ট হওয়ায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার ওই স্কুলেও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবারও রাজ্যে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবারে রাজ্য স্বাস্থ্য দফতরের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬,২১,৯৯৮। রাজ্য স্বাস্থ্য দফতেরের বুলেটিন অনুযায়ী, এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৯জনের। গত একদিনে রাজ্যে বেড়েছে করোনায় মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৮৪। রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫,৯৪,৮৪০। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৫৭৪।