গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : সাঁইথিয়ার অগ্রণী সমাজের দুর্গাপুজো এ বছর ৫৩ বছরে পদার্পণ করল। একসময় সাঁইথিয়ায় এই এলাকায় কোনও দুর্গাপূজা হতো না। সেই সময়  প্রাক্তন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি নীহার দত্ত এলাকার কিছু মানুষজনকে নিয়ে একটি ক্লাব তৈরি করে এই পুজো শুরু করেন । এখন এই পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে দত্ত পরিবার।


প্রতিবছরই একটি বিষয়-ভাবনা নিয়েই এই পুজো হয় ।এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর ডোকরা শিল্পকে মাথায় রেখেই বিভিন্ন কারুকার্যের মাধ্যমে সাজানো হবে মন্ডপ। এখানে দেবী দুর্গাকে সোনার অলংকার দিয়ে সাজানো হয়। পুজোর চার দিন চলে আচার বিধি মেনে পুজো। এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে এলাকার মানুষ ।


এক নজরে দেখে নিন এবারের দুর্গা  পুজোর নির্ঘণ্ট। 


গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর নির্ঘন্ট


 


ষষ্ঠী, ১১ অক্টোবর, সোমবার
সকাল ৬।২৩ মিনিট থেকে ৯।২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা
সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস


 


সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার
সকাল ৯।২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা


 


মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার
সকাল ৮।২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস
সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১।২৩ মিনিট, বলিদান রাত্রি ১১।৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২।১১ মিনিট


 


মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার
সকাল ৯।২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা,
দেবীর নবরাত্রি ব্রত সমাপন


 


দশমী, ১৫ অক্টোবর, শুক্রবার
সকাল ৮।২৯ মিনিট মধ্যে দশমী বিহিত পূজা, পূজা শেষে বিসর্জন। অপরাজিতা পূজা


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘন্ট- 


 


ষষ্ঠী, ১১ অক্টোবর, সোমবার
সকাল ৯।২৭ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা
সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস









 


 


সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার
সকাল ৯।২৭ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা


 


মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার
সকাল ৮।২৯ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস
সন্ধিপূজা আরম্ভ সন্ধ্যা ৭।৪৪ মিনিট, বলিদান রাত্রি ৮।৮ মিনিট, সমাপন রাত্রি ৮।৩২ মিনিট


 


মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার
সকাল ৯।২৭ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা,
দেবীর নবরাত্রি ব্রত সমাপন


 


দশমী, ১৫ অক্টোবর, শুক্রবার
সকাল ৮।২৯ মিনিট মধ্যে দশমী বিহিত পূজা, পূজা শেষে বিসর্জন। অপরাজিতা পূজা