ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অষ্টমীর দুপুরে তারাপীঠে (Tarapith) মূল মন্দিরের সামনে নাটমন্দিরে চলছে মহাযজ্ঞ। ৯টি ঘট প্রতিষ্ঠা করে দেবী দুর্গারূপে তারা মাকে পুজো করা হচ্ছে।
জমজমাট মহাষ্টমী: আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ। তাই শুনে শুনেই কোথাও বা মনে মনে অঞ্জলি দেওয়া। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে। পুজোর বাকি আর মাত্র দু’দিন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্সবে মেতে উঠতে প্রস্তুত বঙ্গবাসী।
দুর্গারূপে তারা মাকে পুজো: এদিন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তারাপীঠে। মূল মন্দিরের সামনেই রয়েছে নাটমন্দির। সেখানে হচ্ছে মহাযজ্ঞ। প্রতিষ্ঠা করা হয়েছে ৯টি ঘট। দেবী দুর্গারূপে তারা মাকে পুজো হচ্ছে তারাপীঠে। উপকরণ ১ হাজার ৮টি বেলপাতা, ১০ কেজি ঘি আর ৫০ কেজি বেলকাঠ। মহাযজ্ঞের অনুষ্ঠান দেখতে মন্দিরে বহু ভক্তের ভিড়। তারাপীঠে অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী--এই চারটি তিথিতে মা তারাকে সর্বদেবী রূপে পুজো করা হয়।
শুধু তারাপীঠই নয়, রীতি মেনে অষ্টমীতে পুজো হচ্ছে সব জায়গায়। ইতিহাস, ঐতিহ্যের মেলবন্ধনে বেলুড় মঠে কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারীপুজোর জন্য। এবারের কুমারী সীমন্তিনী ঘোষাল। বয়স ৫ বছর ৭ মাস। উমা রূপে পুজো করা হল হাওড়ার বাগনানের সীমন্তিনীকে। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে রয়েছে ভিড় জমান ভক্তরা। অষ্টমীর সকালে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠেও হয়েছে কুমারী পুজো। একদিকে চলছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুজো। আরেক দিকে রীতি মেনে চলছে দুর্গাপুজো। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজো শুরু হয়। কামারপুকুর মঠে এদিনের মূল আকর্ষণ কুমারী পুজো। কামারপুকুরের লাহাবাজারের বাসিন্দা ৫ বছরের ঐশানী চক্রবর্তীকেই এবার উমা রূপে পুজো করা হয়।
আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও মেঘ, কখনও রোদ্দুর, দিনভর কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আবহাওয়া?