সিউড়ি: সিঙ্গুর থেকে টাটাদের বিদায়-তরজার মাঝেই দেউচা পাঁচামি (deucha pachami) নিয়ে বিরোধীদের নিশানা ফিরহাদ হাকিমের (firhad hakim)। ‘পাশের রাজ্য থেকে মাওবাদী (maoist) এনে সন্ত্রাস (terror) তৈরির চেষ্টা হয়েছে’, দেউচা পাঁচামি প্রসঙ্গে সিউড়িতে গিয়ে অভিযোগ ফিরহাদের। সঙ্গে দাবি, ‘দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা।’
কী অভিযোগ?
এ দিন বীরভূমের সিউড়িতে গিয়ে বিরোধীদের দিকে চাঁচাছোলা ভাষায় আঙুল তোলেন ফিরহাদ। তাঁর অভিযোগ, কখনও নিজেদের মধ্যে বিভাজন, কখনও ভুল বোঝানো, কখনও অপপ্রচার, কখনও আবার পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা হয়েছে। ফিরহাদের কথায়, 'বাংলাকে ঘিরে ফেলার ষড়যন্ত্র চলেছে'। এ জন্য বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন তিনি। বিশেষত যে ভাবে বিভিন্ন সময়ে দেউচা পাঁচামি নিয়ে চক্রান্ত ও অপপ্রচার করা হয়েছে, তার নেপথ্যে সেখানকার মানুষকে পিছিয়ে দেওয়ারই পরিকল্পনা রয়েছে বলে মনে করেন ফিরহাদ হাকিম। সমস্ত কিছুকে 'বাংলাকে টেনে নামানোর কৌশল', বলেছেন তিনি। যদিও স্থানীয় মানুষ সমস্ত চক্রান্ত প্রত্যাখ্যান করেছেন। তাঁদের শুভেচ্ছা জানাতেই এসেছেন ফিরহাদ, জানিয়েছেন সে কথাও। বক্তব্যের মাঝে এসেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতির কথাও। পুরমন্ত্রীর কথায়, 'আমাদের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিশ্চিত ভাবেই আপনাদের কাছে পৌঁছে দিতে গিয়েছিলেন।' প্রসঙ্গত, গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত আপাতত জেলে। যদিও দলনেত্রী প্রকাশ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।
পাল্টা বিরোধীদের...
'প্রলাপ বকছেন পুরমন্ত্রী', কটাক্ষ বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তীর। বললেন, 'কখন জেলে যাবেন সেই ভয়েই অস্থির। ক্যালসিয়াম ঠিক আছে, সোডিয়াম-পটাশিয়ামটা বোধহয় ঠিক নেই।' মাওবাদীদের এনে সন্ত্রাস তৈরির চেষ্টার যে অভিযোগ ফিরহাদ করেছেন, তার প্রেক্ষিতে সুজনের প্রতিক্রিয়া, 'কিষেণজি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন। ওঁদের সাহায্যেই জঙ্গলমহলের বারোটা বেজেছে। মাওবাদী ও তৃণমূল একাকার হয়ে গিয়েছিল। কাজেই মাওবাদীরা যদি কিছু করেও থাকে মুখ্যমন্ত্রীকে বলুন সাইডলাইনে নিয়ে গিয়ে ফিসফিস করে কথা বলে নিতে।' প্রসঙ্গত দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ঘিরে চলতি বছরের গোড়াতেই তুঙ্গে উঠেছিল আন্দোলন। পরে ইচ্ছুক জমিদাতাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। এদিন সেই আন্দোলন নিয়েই আক্রমণ শানালেন ফিরহাদ।
আরও পড়ুন:সরে এসেছে থানা, তবু মা কালী সরেননি, খরবা ফাঁড়ির এই পুজো ঘিরে গায়ে কাঁটা দেওয়া গল্প