আবির ইসলাম, শান্তিনিকেতন: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ৪৮ ঘণ্টা পর অবশেষে খুলল বিশ্বভারতীর (Viswabharati University) ২টি হস্টেল। যদিও, আন্দোলনকারীদের অভিযোগ, হস্টেল খোলা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ না করে আদালত অবমাননা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশপাশি, সব পরীক্ষা অনলাইনে করার দাবিতে আন্দোলনে অনড় পড়ুয়ারা। এনিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 


অবশেষে খুলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ২টি হস্টেল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর বৃহস্পতিবার বিশ্বভারতীর ৩০টি হস্টেলের মধ্যে খুলল শুধুমাত্র খোয়াই ছাত্রী নিবাস ও মৈত্রী ছাত্রী নিবাস। তবে, হস্টেল খুললেও বিতর্ক থামছে না। হাইকোর্টের নির্দেশে হস্টেল খোলার সময় পুলিশ ও বিশ্বভারতীর ৬ প্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না বিক্ষোভকারী পড়ুয়াদের কোনও প্রতিনিধি।


আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, হস্টেল খোলা নিয়ে তাঁদের সঙ্গে কোনও কথা বলেনি কর্তৃপক্ষ। আন্দোলনকারী পড়ুয়া শুভ নাথের কথায়, “হস্টেল খোলা নিয়ে কোন রকম ভাবে যোগাযোগ করা হয়নি , হাইকোর্টের রায় কে অবমাননা করছে বিশ্বভারতী । লোক দেখানো কাজ করছে বিশ্বভারতী।’’


এদিকে অন্যান্য দাবি পূরণ না হওয়ায় এখনও আন্দোলনে অনড় রয়েছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,  শুক্রবার থেকে শুরু হচ্ছে স্নাতক, স্নাতকোত্তরের পরীক্ষা। সমস্ত পরীক্ষা হবে অফলাইনে।  পাল্টা পড়ুয়াদের দাবি, পরীক্ষা হোক অনলাইনে। সেই দাবির সমর্থনে সই সংগ্রহ করেন আন্দোলনকারী পড়ুয়ারা। আন্দোলনকারী আরেক পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্যের কথায়, “অনলাইনে পরিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না । মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সময়সীমা বাড়াতে হবে।’’


উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরানোর দাবিতেও এদিন ক্যাম্পাসে মিছিলও করেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্যদিকে পড়ুয়াদের আন্দোলন নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তাতে তিনি ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনার অভিযোগ তুলেছেন। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। যদিও পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্য বলেন, “উপাচার্য মিথ্যা অভিযোগ করছে। কেউ বহিরাগত নয়।’’ গোটা বিষয় নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।


আরও পড়ুন: Calcutta High Court: গরু পাচার মামলায় কঠোর পদক্ষপ না নেওয়ার আবেদন, হাইকোর্টে অনুব্রত